Subiresh Bhattacharya

জেলবন্দি সুবীরেশের সঙ্গে অধ্যক্ষ পরিষদের যোগ নেই, জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক

জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে ‘পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদ’-এর কোনও যোগ নেই। রবিবার কোচবিহারে সংগঠনের রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে জানালেন তার সাধারণ সম্পাদক দীপক কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১২:৪৫
Share:

সুবীরেশ ভট্টাচার্য। — ফাইল চিত্র।

জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে ‘পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদ’ (অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিল)-এর কোনও যোগ নেই। রবিবার কোচবিহার কলেজে ‘পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদ’-এর রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে জানিয়ে দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তথা সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর। আগামী এক মাসের মধ্যে সংগঠনের নতুন কমিটি তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য সুবীরেশকে নিয়ে দীপক বলেন, ‘‘নিয়ম অনুযায়ী, তিনি আমাদের সংগঠনের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন। ভবিষ্যতে নতুন কমিটি হলেও থাকবেন না। এটা স্পষ্ট ভাবে বলছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা নতুন অধ্যক্ষদের নিয়ে আসছি। তরুণ প্রজন্মকে নিয়ে আসা হবে। আমরা পরবর্তী মাসে আবার সভা করব।’’

সুবীরেশকে নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছিল সংগঠনের অন্দরেই। গত ৩ জানুয়ারি এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন অধ্যক্ষ পরিষদের সদস্যদের একাংশ। ওই সংগঠনটির সদস্য সংখ্যা তিনশোর বেশি। এর পরই রবিবার কোচবিহারে সুবীরেশকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement