—নিজস্ব চিত্র।
ছেলের হাতে খুন হলেন বাবা। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
নিহতের নাম মনোরঞ্জন সাহা। অভিযোগ, তাঁকে বাঁশ এবং ইট দিয়ে পিটিয়ে খুন করেছে তাঁর ছেলে গৌতম। মনোরঞ্জনের প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, বাবা এবং ছেলে প্রতি দিন রাতেই মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। সোমবার রাতেও তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। সেই সময় দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ সেই সময় গৌতম বাঁশ এবং ইট দিয়ে মনোরঞ্জনকে আঘাত করে। বাড়ির উঠোনেই লুটিয়ে পড়েন মনোরঞ্জন। সকালে মনোরঞ্জনের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ির ভক্তিনগর থানার অধীনস্থ আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত গৌতমকে গ্রেফতার করেছে পুলিশ।