Arms

Arms: মাদক কারবারির অস্ত্র ব্যবসা, কালিয়াচকে পুকুরেমিলল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম

সম্প্রতি কালিয়াচক থানার পুলিশ আনারুল শেখ নামে বেগুনবাড়ির এক বাসিন্দাকে মাদক কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াচক শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৮:৪৩
Share:

পুকুরের জল তুলে ফেলে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। নিজস্ব চিত্র।

মাদক ব্যবসায়ীকে জেরা করে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামের হদিস পেল পুলিশ। এই ঘটনা মালদহের কালিয়াচক থানার বেগুনবাড়ির। সোমবার পুকুরের জল তুলে ফেলে দিয়ে উদ্ধার হয়েছে ওই সরঞ্জাম।সম্প্রতি কালিয়াচক থানার পুলিশ আনারুল শেখ নামে বেগুনবাড়ির এক বাসিন্দাকে মাদক কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করে। তাকে জেরা করে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামের হদিশ পায় পুলিশ। ধৃত আনারুল শেখ কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের নতুন বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ জানতে পারে, আনারুলের বাড়ির পিছনে একটি পুকুরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম লুকনো রয়েছে। এর পর সোমবার পুলিশ ওই গ্রামের তল্লাশি চালায়। পুকুরটি ঘিরে ফেলে পাম্প দিয়ে পুকুরের জল তুলে ফেলা হয়। কাদায় পাওয়া যায় চারটি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।

Advertisement

পুলিশের প্রাথমিক ধারণা, আনারুলের নিশ্চয়ই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা রয়েছে। বিষয়টি আরও বিশদে জানতে তাকে জেরা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement