Snowfall

Darjeeling: আবারও তুষারপাত দার্জিলিঙে, শৈলশহর ঢাকল বরফের চাদরে

বৃহস্পতিবার সকাল থেকেই অল্পবিস্তর বৃষ্টি শুরু হয়েছিল দার্জিলিঙে। বেলা গড়াতেই আবার ভিন্ন রূপ ধারণ করল প্রকৃতি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৮:১১
Share:
Advertisement

গত কয়েক দিন ধরে তুষারপাত হয়ে চলেছে দার্জিলিঙে। বৃহস্পতিবারও দেখা গেল সেই একই ছবি। তুষারপাত আর বৃষ্টিতে কিছুটা থমকে গিয়েছে শৈলশহরের জনজীবন।
বৃহস্পতিবার সকাল থেকেই অল্পবিস্তর বৃষ্টি শুরু হয়েছিল দার্জিলিঙে। বেলা গড়াতেই আবার ভিন্ন রূপ ধারণ করল প্রকৃতি। দার্জিলিঙের চটকপুরে দুপুর থেকে শুরু হয় ব্যাপক তুষারপাত। তার জেরে রাস্তাঘাট ঢেকে যায় বরফে। বাড়িঘরও তুষারাবৃত হয়ে পড়ে। কনকনে ঠান্ডার জেরে কিছুটা জবুথবু হয়ে পড়েছে পাহাড়। বছরের এই সময়টা তুষারাবৃত দার্জিলিং দেখার লোভে অনেকেই পা বাড়ান শৈলশহরে। তবে এ বার কোভিড বিধির জেরে পাহাড় প্রায় পর্যটকশূন্য।

অন্যান্য বারের তুলনায় এ বছর তুষারপাতের পরিমাণ বেশি দার্জিলিঙে। আপাতত কিছুটা শিথিল হয়েছে কোভিড বিধিও। সে দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তাঁদের আশা, আবার পাহাড়ে পা রাখবেন পর্যটকরা। বরফাচ্ছন্ন শৈলশহরের সৌন্দর্য উপভোগ করবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement