newborn

Newborn: কুকুরে খুবলে খাচ্ছে সদ্যোজাতের দেহ, সিসি ক্যামেরার ছবি দেখে তদন্তে পুলিশ

বৃহস্পতিবার দত্তপুকুর এলাকার মেদিনীপুর খালে এক সদ্যোজাতের দেহ দেখতে পান স্থানীয়েরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৭:৫৭
Share:

এই খালেই পাওয়া যায় সদ্যোজাতের দেহ। নিজস্ব চিত্র

সদ্যোজাতের দেহ খুবলে খাচ্ছে কুকুর। বৃহস্পতিবার এমনই অমানবিক দৃশ্য দেখা গেল হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরের দত্তপুকুরে।
বৃহস্পতিবার দত্তপুকুরের মেদিনীপুর খালে এক সদ্যোজাতের দেহ দেখতে পান স্থানীয়েরা। তাঁরা এ-ও দেখেন, এলাকার কয়েকটি কুকুর ওই দেহ খুবলে খাচ্ছে। এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। সদ্যোজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। কে বা কারা সদ্যোজাত ওই শিশুকে খালে ফেলে দিয়ে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকাটি নির্জন হওয়ার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে কেউ ওই শিশুটির দেহ খালে ফেলে দিয়ে যেতে পারে। তবে খালের জলে দেহটি অন্য জায়গা থেকে ভেসে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement