প্রতীকী ছবি।
মোবাইল চুরির সন্দেহে দুই ছাত্রীকে স্কুল থেকে বার করে দেওয়ায় অভিযুক্ত রায়গঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষিকা। শিক্ষাবর্ষের মাঝখানে এ ভাবে স্কুলছুট হয়ে যাওয়ায় সমস্যায় ছাত্রীদের পরিবার। যদিও প্রধান শিক্ষিকার দাবি, ছাত্রীর পরিবারই ঘটনার কথা জেনে মেয়েদের স্কুল থেকে বার করে নেওয়ার আবেদন জানায়।
সোমবার রায়গঞ্জের ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী অভিযোগ করে, তার মোবাইল খোয়া গিয়েছে। তার অভিযোগ মোবাইল চুরি করেছে এক বন্ধু। জানা গিয়েছে, এর পরই তদন্ত শুরু করেন স্কুলের প্রধান শিক্ষিকা। অভিযোগ, মোবাইল চুরির শাস্তি হিসেবে প্রধান শিক্ষিকা অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে স্কুল থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
স্কুল পরিচালন সমিতির সভাপতি অজয় সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনা সম্বন্ধে কিছুই জানা নেই তাঁর। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ‘‘ওই ছাত্রীদের বাড়ির লোকেরাই মেয়েদের নিয়ে যেতে চেয়েছিলেন। ওঁরা স্কুলে রাখতে চাইলে আমরা রেখে দেব।’’ যদিও ছাত্রীদের পরিবারের দাবি, বার বার মেয়েদের স্কুল থেকে বার করে না দেওয়ার আবেদন নিবেদনেও কাজ হয়নি।