Anubrata Mandal

Anubrata Mandal: খারিজ জামিনের আবেদন, ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত

অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় আসানসোল বিশেষ সংশোধনাগারে। সেখানেই আগামী ১৪ দিন রাখা হবে তাঁকে। ৭ সেপ্টেম্বর পরবর্তী হাজিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১২:৪৫
Share:

আসানসোল জেলে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রতকে। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:৪৩ key status

৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত মণ্ডল

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অনুব্রত মণ্ডল। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। 

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:২১ key status

আদালত কক্ষেই রাখা ছিল অক্সিজেন সিলিন্ডার

শুনানি চলাকালীন আদালত কক্ষেই অনুব্রতের জন্য রাখা ছিল ছোট অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজার। কিন্তু কাজে লাগেনি। 

Advertisement
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:১১ key status

রায় স্থগিত রাখলেন বিচারক

শুনানি শেষ। রায় স্থগিত রেখেছেন বিচারক। 

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:১০ key status

দরকারে নিজাম প্যালেসের পাশে বাড়ি ভাড়া করে থাকব, অনুব্রতের হয়ে বললেন তাঁর আইনজীবী

মক্কেলের জামিনের আবেদন জানিয়ে অনুব্রতের আইনজীবী তাঁর হয়ে বলেন, ‘‘দরকার হলে বীরভূমে থাকব না। নিজাম প্যালেসের পাশে বাড়ি ভাড়া করে থাকব। বীরভূমের ১০০ মিটারের মধ্যে ঢুকব না।’’ 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:০৮ key status

অনুব্রতকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে: সিবিআইয়ের আইনজীবী

সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘এখন তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এখন অভিযুক্তকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:০৭ key status

বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র: সিবিআইয়ের আইনজীবী

সিবিআইয়ের আইনজীবী: এটি একটি বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র। অভিযুক্ত তাঁর হিসাব বহির্ভূত অর্থের উৎস দেখাতে পারেননি। বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া গিয়েছে তাঁর ঘনিষ্ঠ ও বাড়ির লোকেদের নামে। কিন্তু উনি কিছুই বলতে পারছেন না। অভিযুক্ত প্রভাবশালী। এবং শুরু থেকেই তদন্তে অসহযোগিতা করছেন। উনি তদন্তে অংশগ্রহণই করেননি। 

বিচারক: হ্যাঁ, এটা সবাই এটা জানি। 

সিবিআইয়ের আইজীবী: উনি সেই এলাকার জেলা সভাপতি যেখানে গরু পাচার চক্র চলছে। নিজের পদ ব্যবহার করে তিনি পাচারের পৃষ্ঠপোষক হয়ে উঠেছিলেন। একে রাজনৈতিক প্রতিহিংসা বলা হচ্ছে, কিন্তু বিপক্ষের আইনজীবী কি কোনও প্রমাণ দিতে পারবেন? 

বিচারক: রাজনীতি বাইরে রাখুন। 

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৫৮ key status

হাট থেকে গরু পাচারের প্রমাণ আছে: সিবিআইয়ের আইনজীবী

সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘পশুর হাট থেকে গরু পাচার হত। তার প্রমাণ আছে। বিএসএফও এর সঙ্গে জড়িত।’’ 

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৫৭ key status

সওয়াল শুরু করলেন সিবিআই আইনজীবী

সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘যড়যন্ত্রী যে কোনও সময় ও জায়গায় যোগ দিতে পারেন। শুরুতেই যোগ দিতে হবে এমনটা জরুরি নয়। এটা একটা অপরাধ। ষড়যন্ত্রমূলক অপরাধ।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৫৫ key status

অনুব্রতের স্লিপ অ্যাপনিয়া রয়েছে: অনুব্রতের আইনজীবী

অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘আমার মক্কেলের স্লিপ অ্যাপনিয়া আছে। এই রোগে কারও প্রাণ পর্যন্ত যেতে পারে। তাই যে কোনও শর্তে মক্কেলের জামিনের আবেদন করা হয়েছে।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৫৩ key status

বিএসএফকে আরও বেশি দায়ী করা উচিত, বললেন বিচারক

বিচারক বলেন, ‘‘বিএসএফকে আরও বেশি দায়ী করা উচিত। রাজ্যের মধ্যে গরু পাচার ততটা দোষের নয়, যদি না তা সীমান্ত পেরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৪৫ key status

প্যান, আধার দেখলেই সব পাওয়া যাবে, এ জন্য হেফাজতের কী দরকার? অনুব্রতের আইনজীবী

অনুব্রতের আইনজীবীর সওয়াল, ‘‘আমার মক্কেলের সব কিছুর সঙ্গে প্যান নম্বর দেওয়া আছে। আমার মক্কেলের প্যান আর আধার চেক করলেই সব মিলবে। এ জন্য হেফাজতে রাখার কী দরকার?’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৪২ key status

মক্কেল প্রভাবশালী নন: অনুব্রতের আইনজীবী

অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘আমার মক্কেলকে প্রভাবশালী বলা হচ্ছে, কিন্তু আদতেই তিনি তা নন।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৪০ key status

‘‘এলাকার তিন জন আমাকে চিনলেই প্রভাবশালী হয়ে গেলাম!’’ অনুব্রতের হয়ে তাঁর আইনজীবীর সওয়াল

অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘আমার মক্কেলের সঙ্গে কারও পরিচয় থাকতেই পারে। কিন্তু সরকারে আমার প্রভাব রয়েছে তার কোনও প্রমাণ নেই। আমার এলাকায় তিন জন আমাকে চেনেন, তার অর্থ আমি প্রভাবশালী!’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৩৮ key status

রাজনৈতিক পদের জন্যই আমার মক্কেলের সঙ্গে উচ্চপদস্থদের পরিচয়: অনুব্রতের আইনজীবী

‘‘রাজনৈতিক পদমর্যাদার জন্য তিনি বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের পরিচিত। এক জন ফিলানথ্রপিস্টও মুখ্যমন্ত্রীর পরিচিত হতে পারেন। কিন্তু তার মানে কি তিনি মুখ্যমন্ত্রীকে প্রভাবিত করতে পারেন?’’— অনুব্রতের আইনজীবী।

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৩৪ key status

আমার মক্কেলের নাম এফআইআরে নেই: অনুব্রতের আইনজীবী

অনুব্রতের আইজীবীর সওয়াল, ‘‘ভারত থেকে বাংলাদেশে নিয়ে যেতে হলে বিএসএফের চোখে পড়তে হবে। আমার মক্কেলের এতে কোনও ভূমিকা পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি (অনুব্রত) পশ্চিমবঙ্গের ভিতরে গরু নিয়ে যাতায়াতে প্রোটেকশন দিয়েছি। কিন্তু কোনও বিএসএফকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এক মাত্র ব্যতিক্রম সতীশ কুমার। আমার মক্কেলের নাম এফআইআরেও নেই। ওঁর নাম এসেছে সহগল হোসেনের ক্ষেত্রে।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৩১ key status

সীমান্ত পাহারার দায়িত্বে বিএসএফ: অনুব্রতের আইনজীবী

অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘আমি এখনই এটা নিয়ে কিছু বলতে পারব না। আমি ওঁর সঙ্গে এখন কথা বলতে পারছি না। যদি জামিন মঞ্জুর করেন তা হলে আমি কথা বলে জানতে পারব। আর সমস্ত সীমান্তই তো বিদ্যুতের তার দিয়ে ঘেরা এবং পাহারার দায়িত্বে বিএসএফ।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:২৯ key status

এত টাকা কি এলআইসি থেকে পাওয়া? প্রশ্ন বিচারকের

অনুব্রতের আইনজীবীকে বিচারকের প্রশ্ন, ‘‘১৬ কোটি ৯৩ লক্ষ কি এলআইসি থেকে আসা টাকা?’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:২৭ key status

সংবাদমাধ্যম সাত দিন আগে যেটা দেখিয়েছে, আজ তা কোর্টে উঠেছে: আইনজীবী

অনুব্রতের আইনজীবীর সওয়াল, ‘‘অভিযোগ করা হচ্ছে বহরমপুর থেকে গরু মুর্শিদাবাদের সীমান্তে পাঠানো হয়েছে। সেই কাজে নাকি আমার মক্কেল ‘প্রোটেকশন’ দিয়েছেন। আমার প্রশ্ন, কী জন্য প্রোটেকশন? সারা দেশে অনেক গরু কেনাবেচার মেলা হয়। শোনপুরের মেলা সবচেয়ে বড়। এটা আসলে সংবাদমাধ্যমে বিচার চলছে। মিডিয়া সাত দিন আগে যেটা দেখিয়েছে, আজ সেটাই আদালতে উঠছে। ’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:২৪ key status

সিবিআই কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে: আইনজীবী

অনুব্রতের আইনজীবী সওয়াল করেন, ‘‘নির্দিষ্ট ব্যক্তিকে নিশানা করে তদন্ত করছে সিবিআই। যারা কেন্দ্রে থাকা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। আসল লক্ষ্য রাজ্যে ক্ষমতাসীন দলকে অপদস্থ করা। এদের কেবল ভোটের আগে তদন্ত করতে দেখা যায়। আর রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকেদের জেলে পাঠাতে চায়।’’

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:২০ key status

অনুব্রতকে নিয়ে সিবিআইয়ের দাবি যুক্তিযুক্ত নয়: আইনজীবী

অনুব্রতের আইজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সিবিআইয়ের অভিযোগ অনুব্রত জেলা সভাপতি হয়ে জেলা প্রশাসনের উপর প্রভাব খাটিয়েছেন। এগুলো যুক্তিযুক্ত তথ্যপ্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement