রোগী নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে হাসপাতালে পৌঁছতে পারলেন না পদ্মশ্রী করিমুল হক। যিনি পরিচিত অ্যাম্বুল্যান্সম্যান হিসাবে। অসুস্থ রোগী নিয়ে চেল নদীর পাড়েই আটকে গেলেন তিনি। বাঁশের সাঁকো পার হয়ে রোগী নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়া হয়নি। পরে ক্ষুব্ধ করিমুল বলেন, ‘‘আমরা গ্রামের মানুষরা কি কর দিই না? বড় বড় শহরে সেতু, উড়ালপুল হচ্ছে। অথচ আমাদের এখানে নদীর উপর একটা সেতু হচ্ছে না। আমি চাই কেন্দ্র ও রাজ্য সরকার এখানে দ্রুত সেতু তৈরির উদ্যোগ নিক।’’
উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী তথা সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন এ প্রসঙ্গে বলেন, ‘‘ওই এলাকায় বাঁশের সাঁকোর দুরবস্থার কথা আমাদের কেউ জানায়নি। এলাকাবাসী দাবি জানালে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে ওই সেতু তৈরির ব্যাপারে পদক্ষেপ করব।’’