Haldia

Haldia: উত্তাল সমুদ্রে বিকল ট্রলার, ১১ মৎস্যজীবীকে উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর

আবহাওয়া খারাপ থাকায় শনিবার সন্ধ্যার আগেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার সতর্কবার্তা আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:০০
Share:
Advertisement

উত্তাল সমুদ্রে বিকল ট্রলার। ওয়ারলেসে খবর পেয়ে সেই ট্রলারে আটকে পড়া ১১ মৎস্যজীবীকে উদ্ধার করলেন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এই ঘটনা দিঘা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সমূদ্রের গভীরে।

আবহাওয়া খারাপ থাকায় শনিবার সন্ধ্যার আগেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার সতর্কবার্তা আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই সতর্কবার্তা পেয়ে তীরে ফিরছিলেন দিঘার একদল মৎস্যজীবী। কিন্তু আচমকা তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। তার জেরে উত্তাল সমুদ্রে বিপদে পড়েন তাঁরা।

Advertisement

দিঘা থেকে প্রায় ৭০ কিলোমিটার সমুদ্রের গভীরে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। ওয়ারলেসের মাধ্যমে মৎস্যজীবারা খবর পাঠান। বিষয়টি জানানো হয় মৎস্য দফতরেও। মৎস্যমন্ত্রী অখিল গিরিও বিপদগ্রস্ত মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারে তৎপরতা শুরু করেন। মৎস্যদফতর থেকে হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়। বিপদগ্রস্ত ট্রলারের জিপিএস লোকেশন জেনে নিয়ে দ্রুত উদ্ধারে নামে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ। মাঝ সমুদ্রে পৌঁছে বিকল ট্রলার থেকে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement