KLO

KLO: বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়ার আগে আবারও জালে কেএলও জঙ্গি, অস্ত্র সংগ্রহ করত ধৃত

বৃহস্পতিবারই শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অবিনাশ রায় নামে এক যুবককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৩
Share:

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতকে। নিজস্ব চিত্র

পুলিশের চোখে ধুলো দিয়ে বিহার-সহ বিভিন্ন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতে ওস্তাদ। দিন কয়েকের মধ্যেই প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল বিদেশের জঙ্গি শিবিরে। এ হেন কেএলও জঙ্গি মৃণাল বর্মণ এসটিএফের হাতে ধরা পড়ে গেল শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায়।
বৃহস্পতিবারই শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালিয়েছিল এসটিএফ। সেখান থেকে কেএলও জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় অবিনাশ রায় নামে এক যুবককে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করত অবিনাশ। সেই কারণে অসম থেকে শিলিগুড়ি গিয়েছিল ওই যুবক। সেখানেই এসটিএফের হাতে ধরা পড়ে অবিনাশ। তাকে জেরা করে এসটিএফ মৃণালের খোঁজ পায়।

Advertisement

সেই তথ্যের ভিত্তিতেই শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকা থেকে মৃণালকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, মৃণাল শিলিগুড়ি কান্তিদেওয়ার বাসিন্দা। অভিযোগ, এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করত সে। সেই টাকা দিয়েই বিহার থেকে অস্ত্র কিনত সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement