Death

Death: হাসপাতালে চাপা পড়ে মৃত্যু শিশুর, অভিযোগ

সমাজনগর এলাকার বাসিন্দা শিশুর বাবা জানান, শুক্রবার তাঁর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।

Advertisement

নিজস্ব সংবদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ০৮:৪০
Share:

প্রতীকী ছবি।

এক রোগীর আত্মীয়ার পায়ে চাপা পড়ে এক সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সমাজনগর এলাকার বাসিন্দা শিশুর বাবা জানান, শুক্রবার তাঁর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রসুতি বিভাগে যে শয্যায় তাঁর স্ত্রী ও সন্তানকে রাখা হয়েছিল, তার গায়ে লাগানো আর একটি ফাঁকা শয্যা ছিল। রাতে সেই ফাঁকা শয্যায় অন্য এক রোগীর আত্মীয়া ঘুমান। শিশুর বাবার অভিযোগ, “ঘুমের ঘোরেই মহিলা আমার স্ত্রীর শয্যার কাছে চলে এসে শিশুর শরীরে পা তুলে দেয়। তার জেরেই মেয়ের মৃত্যু হয়।” পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে শি‌শুর পরিবার। হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস বলেন, “একটি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। কোনও অভিযোগ জমা পড়েছে কী না জানি না। অভিযোগ হলে দেখা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement