Murder

Murder: যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তা চাপা দিতেই ৭ বছরের ছেলেকে খুন মায়ের!

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে সাত বছরের শিশুপুত্রকে খুন করেছে মা। চাঞ্চল্যকর অভিযোগ উঠল করণদিঘিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৬:১৬
Share:

পুলিশের জালে নিহত শিশুর মা শেলি খাতুন। নিজস্ব চিত্র

যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। তা চাপা দিতেই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে সাত বছরের শিশুপুত্রকে খুন করেছে মা। এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করণদিঘির কামারতোড় গ্রামে দাদুর বাড়ি বেড়াতে গিয়ে দিন কয়েক আগে নিখোঁজ হয়ে যায় বছর সাতের গোলাম সারওয়ার। পরিবারের তরফে করণদিঘি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এর পর তদন্তে নামে পুলিশ। পুলিশ মহম্মদ মেকাইল নামে এক যুবককে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার রাতে গোলামের মৃতদেহের হদিশ পায় পুলিশ।

Advertisement

করণদিঘির মেলার মাঠ সংলগ্ন একটি ইটভাটার পাশে কবরস্থানে পাওয়া যায় গোলামের ক্ষতবিক্ষত দেহ। ওই কাণ্ডে মেকাইলের পাশাপাশি গোলামের মা শেলি খাতুনকেও গ্রেফতার করেছে পুলিশ। গোলামের কাকা রকবুল আলির কথায়, ‘‘প্রথমে ছেলেটাকে খুঁজে না পেয়ে আমরা মিসিং ডায়েরি করি। গত কাল ছেলেটার দেহ খুঁজে পাই। মেকাইল নামে যাকে ধরা হয়েছে তার সঙ্গে শেলির পরকীয়া সম্পর্ক রয়েছে। গোলাম হয়তো ওদের সেই সম্পর্কের সাক্ষী হয়ে উঠেছিল। তা ঢাকা দিতেই ছেলেটাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement