Barber Attacks

৩০ টাকা নিয়ে বিতণ্ডা, কাঁচি দিয়ে কুপিয়ে যুবকের অন্ত্র বার করে আনলেন ক্ষৌরকার!

অভিযোগ, যুবককে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর ভাইও। প্রতিবেশীরা ছুটে এলে সেখান থেকে পালিয়ে যান ক্ষৌরকার। আহত ওই যুবককে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪১
Share:

যুবককে কাঁচি দিয়ে কোপানোর অভিযোগ ক্ষৌরকারের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাত্র ৩০টাকা নিয়ে বিবাদ। তার জেরে এক যুবককে কাঁচি দিয়ে কোপানোর অভিযোগ ক্ষৌরকারের বিরুদ্ধে। হামলার কারণে পেট থ‌েকে বেরিয়ে এসেছে যুবকের অন্ত্র। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। আরও অভিযোগ, যুবককে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর ভাইও। লখনউয়ের ঘটনা। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

Advertisement

আহত যুবক লখনউয়ের গায়ত্রী নগরের বাসিন্দা। তাঁর বাবার সোনার দোকান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ টাকা নিয়ে ক্ষৌরকারের সঙ্গে বচসা শুরু হয় আহতের। তখনই তাঁর পেটে কাঁচি দিয়ে কোপ দেন অভিযুক্ত। প্রতিবেশীরা ছুটে এলে সেখান থেকে পালিয়ে যান ক্ষৌরকার। ওই যুবককে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আহত হয়েছেন তাঁর ভাইও।

যুগ্ম কমিশনার বাবলু কুমার জানিয়েছেন, যুবককে কুপিয়েছেন এক ক্ষৌরকার। তার পর থেকে তিনি ফেরার। মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। শুধু টাকা নিয়ে ঝামেলা, না কি হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement