Udayan Guha

‘মানুষের টাকা নিয়ে থাকলে ফেরত দিন, নইলে টিকিট হবে না’, হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেবাড়ি এলাকায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ২২:৪৪
Share:

উদয়ন গুহ।

সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকলে শীঘ্রই তা ফেরত দিতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সভায় শাসক দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমন হুঁশিয়ারিই দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, টাকা ফেরত না দেওয়া হলে কেউই আগামী দিনে দলের টিকিট পাবেন না। উদয়নের এই মন্তব্যের পরেই শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের বক্তব্য, মন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিলেন, শাসক দলের নেতারা সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন!

Advertisement

বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেবাড়ি এলাকায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেই মঞ্চ থেকে উদয়ন বলেন, ‘‘মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। আমাদের কাছে খবর আছে, কে কে টাকা নিয়েছেন। খুব দ্রুত যদি তাঁরা টাকা ফেরত না দেন, তা হলে ভগবানও এসে আপনাদের টিকিট দিতে পারবে না।’’

উদয়নের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলায়। বিজেপির জেলা সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘মন্ত্রী আসলে স্বীকার করে নিলেন, তৃণমূল নেতারা সাধারণ মানুষের টাকা নিয়েছেন। এবং এই মন্ত্রীও যে এই প্রতারণা চক্রে জড়িত, তা-ও প্রমাণিত হল। তা না হলে উনি কী করে জানলেন, কারা কারা টাকা নিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement