coronavirus

ধূপগুড়িতে করোনা টিকা নেওয়ার পর মৃত্যু, তদন্তের দাবিতে পুলিশে অভিযোগ মৃতের পরিবারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মৃত ব্যক্তির নাম কৃষ্ণ দত্ত( ৬৪)। ধূপগুড়িতে তাঁর কাপড়ের দোকান রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৮:৩৬
Share:

প্রতীকী চিত্র।

কোভিডের টিকা নেওয়ার এক দিনের মধ্যেই শ্বাসকষ্টে মৃত্যু হল এক ব্যাক্তির। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির ধূপগুড়িতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মৃত ব্যক্তির নাম কৃষ্ণ দত্ত( ৬৪)। ধূপগুড়িতে তাঁর কাপড়ের দোকান রয়েছে। টিকা নেওয়ার পর তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা সকালে মৃত্যুর তদন্তের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, কৃষ্ণবাবু গতকাল ধূপগুড়ি হাসপাতাল থেকে টিকা নেন। বিকেলে দোকানে গিয়ে বেশ কয়েকবার বমি করেন। এর পর বাড়িতে ফিরে বিশ্রাম করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্ত ভোরে ফের তিনি অসুস্থ বোধ করেন এবং প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরপর বাড়ির সদস্যরা কৃষ্ণবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃত ব্যক্তির ভাইপো গোবিন্দ দত্ত বলেন, ‘‘ওঁর রক্তচাপের সমস্যা ছিল। কিন্তু শ্বাসকষ্ট বা অন্য কোনও বড় শারীরিক সমস্যা ছিল না। যে কারণে আমাদের সন্দেহ টিকা নেওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর তদন্তের দাবি জানাই।’’

ধূপগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারের আবেদনের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ বলেন, ‘‘মৃতদেহের ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট, তাঁর সংগৃহীত লালার রিপোর্ট এবং তাঁর চিকিৎসা সম্পর্কিত কাগজপত্র না দেখে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা সঠিক হবে না। সব রিপোর্ট আসুক, তারপরই কিছু বলতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement