AP Dhillon

বলিউডে গান গাওয়া মানে সঙ্গীত বেচে দেওয়া! কেন এমন বললেন পঞ্জাবি গায়ক এপি ঢিলোঁ?

“মানুষকে যা খুশি তাই করতে দেব না আমার সুর নিয়ে”, বলিউড নিয়ে কেন এমন মন্তব্য করলেন সঙ্গীতশিল্পী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০১
Share:

বলিউডকে এড়িয়ে চলেন এপি ঢিলোঁ। ছবি: সংগৃহীত।

বলিউডকে পারতপক্ষে এড়িয়ে চলেন। ভারতে একজন প্রতিষ্ঠিত গায়ক হতে গেলে ঝুলিতে বলি প্লেব্যাক থাকবে না তা কি হয়! তবে এই ধারণা মানতে নারাজ পঞ্জাবি গায়ক এপি ঢিলোঁ। দিলজিৎ দোসাঞ্জ, করণ অউজলার পর জনপ্রিয়তার নিরিখে যে পঞ্জাবি গায়কের নাম আসে তিনি এপি। তবে বলিউডে গান গাওয়া থেকে শতহস্ত দূরে তিনি। কেন হিন্দি ছবিতে গান গাইছেন না এপি? বহু বার এই প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক।

Advertisement

“ছবি থেকে আমি আপাতত দূরে। আমার গান, আমার সুর বেচে দিতে চাই না। আর মানুষকে যা খুশি তাই করতে দেব না আমার সুর নিয়ে”, বললেন সঙ্গীতশিল্পী। শুধু তাই নয়, তিনি আরও যোগ করলেন, “হয়তো আমি নিজেকে উদাহরণ হিসাবে মেলে ধরতে পারব, বিশেষত উদীয়মান শিল্পীদের কাছে।”

এপির মতে, তিনি সঙ্গীত জগতে বদল আনতে চান। একজন স্বতন্ত্র সঙ্গীতশিল্পী হয়েও যে টিকে থাকা যায় তা-ই যেন প্রমাণ করতে চাইছেন তিনি। তবে বলিউডে গান গাওয়ার যে কিছু ইতিবাচক দিক রয়েছে তা-ও স্মরণ করিয়ে দিয়েছেন শিল্পী। “বাণিজ্যিক দিক থেকে লাভবান হওয়া যায় কারণ বাজেট বেশি। শ্রোতার সংখ্যাও অধিক। স্ট্রিমিংয়ে সমস্যা হয় না”, বললেন শিল্পী। তবে এই ধারণা বজায় রাখতে চাননি শিল্পী। তাঁর কথায়, “এমন যেন কখনও মনে না হয়, যে আমি পরিবর্তন আনতে পারতাম কিন্তু আমি তা করলাম না!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement