Yaba Tablet

কালিয়াচকে ৪ হাজার ইয়াবা সমেত গ্রেফতার এক ব্যক্তি

সোমবার ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৭:১২
Share:

উদ্ধার হওয়া ইয়াবা। নিজস্ব চিত্র।

ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতর নাম সাদিকুল শেখ (৫৫)। তার বাড়ি কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে, মিলিক সুলতানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় সাদিকুলকে ঘোরাঘুরি করতে দেখে পলিশ। সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তখন তার কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ভর্তি প্যাকেট। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement