Rape

দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ, গোপন ডেরা থেকে ধৃত অভিযুক্ত

পুলিশের দাবি, ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনা নিয়ে শোরগোল হতেই গা-ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ১৪:৪৩
Share:

মিথ্যা অভিযোগ তুলে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি অভিযুক্তের। প্রতীকী ছবি।

দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল মালদহের এক যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ধর্ষণের অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় ছাত্রীর বাড়িতে বোমা মেরে তাকে খুনেরও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, এ নিয়ে শোরগোল হতেই গা-ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্তের পাল্টা দাবি, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে।

Advertisement

ছাত্রীর পরিবারের দাবি, অপহরণ করে ধর্ষণের অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় ২৭ মার্চ ছাত্রীর বাড়িতে বোমাবাজি করেন অভিযুক্ত। এ বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও ওঠে। এর পর কার্যত নড়েচড়ে বসে ভূতনি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার বিহার সংলগ্ন কোশিঘাটের কাছে অভিযান চালায় ভূতনি থানার পুলিশ। সেখানে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত যুবক। পুলিশি অভিযানে ধরা পড়েন তিনি।

Advertisement

অভিযুক্তের দাবি, আত্মসমর্পণ করেছেন তিনি। এমনকি, ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক থাকায় সে স্বেচ্ছায় তাঁর সঙ্গে পালিয়েছিল। ছাত্রীর বাড়িতে বা তার পরিবারের উপর হামলা করেননি। মিথ্যা অভিযোগ তুলে তাঁকে ফাঁসানো হচ্ছে।

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছে। তদন্তের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন করেছি আমরা। অপহরণ ও নাবালিকা ধর্ষণের মামলা ছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা-সহ বোমা মারার মামলা রুজু করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement