Coronavirus Lockdown

করোনা আবহে ছাড় মিলেছে খুচরো ব্যবসায়, খুশি বালুরঘাটের ব্যবসায়ীরা

মঙ্গলবার দুপুরে বালুরঘাটের বেশ কিছু দোকানপাট খোলেন স্থানীয় খুচরো ব্যবসায়ীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৯:০৪
Share:

মঙ্গলবার দুপুরে দোকানপাট খোলে দক্ষিণ দিনাজপুরের জেলা সদরে। নিজস্ব চিত্র।

আংশিক লকডাউনের ১৫ দিন পর খুচরো দোকানদারদের আরও কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার। আর এতেই খুশি বালুঘাটের ব্যবসায়ীরা। সরকারি নির্দেশের পর, মঙ্গলবার থেকে বালুরঘাটের খুচরো ব্যবসায়ীরা দুপুর ১২ টা বাজতেই দোকান খুলতে শুরু করেন।

Advertisement

গত দু’সপ্তাহ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র মুদি, সবজি, বাজার ও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে ছাড় ছিল। নতুন নিয়মে সমস্ত খুচরো ব্যবসাকেই ১২টা থেকে ৩টে পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বালুরঘাটের বেশ কিছু দোকানপাট খোলেন স্থানীয় খুচরো ব্যবসায়ীরা। পাশাপাশি, চা-পান-সিগারেটের দোকান খোলা হয়।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় ছোট দোকানদারেরা। এক ব্যবসায়ী বলেন, ‘‘গত ১৫ দিন দোকান বন্ধ রেখে আর্থিক সঙ্কটে ভুগছিলাম। রাজ্য সরকারের এই নির্দেশের ফলে কিছুটা হলেও আর্থিক সুরহা হবে।’’ তাঁর দাবি, এই নির্দেশের ফলে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরে খুশি হয়েছেন ক্রেতারাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement