ফাইল চিত্র।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্ত হলে ‘জননেতা’ হিসেবে হেমতাবাদের প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (দেবেন) মৃত্যুতেও সিবিআই তদন্ত হবে বলে তাঁর স্ত্রীকে আশ্বাস দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
শনিবার দুপুরে কৈলাস হেমতাবাদের বালিয়া এলাকায় দেবেনের বাড়িতে যান। তাঁর সঙ্গে সেখানে গিয়েছিলেন বিজেপির এ রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, কোচবিহার, বালুরঘাট ও উত্তর মালদহের তিন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ দলের রাজ্য স্তরের নেতাদের একাংশ। রাষ্ট্রপতি শাসন জারি করে ২০২১ সালের বিধানসভা নির্বাচন করারও দাবি এ দিন তোলেন কৈলাস।
তবে রাজ্যের মন্ত্রী তাপস রায় এ বিষয়ে বলেন, ‘‘মানুষের ভোটে আস্থা নেই বলেই সারা দেশে ছলে, বলে, কৌশলে ওরা ক্ষমতা পেতে চাইছে। কিন্তু এ মাটি দুর্জয় ঘাঁটি রাজনৈতিক দুর্বৃত্তদের তা জানা উচিত। রাষ্ট্রপতি শাসন করে দেখুন না!’’
দেবেনের বাড়ি থেকে ফিরে এ দিন বালিয়া মোড়ে পথসভায় যোগ দেন কৈলাস। বিজেপির কয়েকশো নেতা ও কর্মী সামাজিক দূরত্ব না মেনে ভিড় করেন বলে অভিযোগ। ওই পথসভা থেকে পুলিশকে হুমকির সুরে তিনি বলেন, “বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে দেবেনদার খুনের অপরাধীরা গ্রেফতার হবে। অপরাধীদের আড়াল করার অভিযোগে সেই সময় পুলিশ সুপারের হাতেও হাতকড়া পড়বে।” রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার এ নিয়ে মন্তব্য করতে চাননি।
দেবেনের স্ত্রী চাঁদিমা এ দিন কৈলাসের কাছে দেবেনের মৃত্যুর ঘটনার পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের ব্যবস্থা করার অনুরোধ করেন। তার উত্তরেই তিনি বলেন, “সুশান্ত সিংহ রাজপুত বলিউডের অভিনেতা হলে দেবেনদা জননেতা। সুশান্তজির মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে দেবেনদার মৃত্যুর ঘটনাতেও হবে। বিজেপি সিবিআই তদন্তের দাবিতে লড়াই জারি রাখবে।” দেবেনের পারিবারিক পেনশনের বিষয়টি নিশীথ ও খগেনকে দেখার অনুরোধ করেন কৈলাস। পরে কৈলাস বলেন, “দেবেনদার খুনকে রাজ্য সরকার আত্মহত্যা বলে চালাতে চাইছে। সিআইডি নাম কা ওয়াস্তে একটি খুনের মামলা দায়ের করে দু’জনকে গ্রেফতার করেছে।” জেলা পুলিশের এক কর্তা বলেন, “সিআইডি আইন মেনেই তদন্ত করছে।”
গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানি বলেন, “ধমক, চমক, হুমকি আর পুলিশ, রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না।”