Drugs

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে বাস থেকে উদ্ধার আড়াই কোটির মাদক, আটক চালক-সহ তিন

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির জলপাই মোড়ে একটি বাসকে থামান সিআইডির আধিকারিকরা। চালক, কন্ডাক্টরদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় বাসে রয়েছে কোটি টাকার মাদক। তিন জনকে আটক করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৫
Share:

শিলিগুড়িতে বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। — নিজস্ব চিত্র।

শিলিগুড়িগামী বেসরকারি বাস থেকে আড়াই কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল সিআইডি। শুক্রবার শিলিগুড়ির জলপাইমোড় থেকে বাসটিকে আটক করেন সিআইডি আধিকারিকরা। বাসচালক-সহ তিন জনকে আটক করা হয়েছে।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে একটি বাসের পিছু নেন সিআইডি আধিকারিকরা। জলপাইমোড়ে বাসটিকে আটকে তল্লাশি শুিরু হয়। উদ্ধার হয় প্রায় আড়াই কেজি ব্রাউন সুগার। দেখা যায়, চালক-সহ কন্ডাকটর ও খালাসি জড়িত মাদক পাচারে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই মাদক থাকার কথা স্বীকার করে নেন তাঁরা। সুত্রের খবর, তাঁরা সম্ভবত শিলিগুড়িতেই মাদক সরবরাহ করতেন। সেখান থেকেই মাদক ছড়িয়ে যেত অন্যত্র। ধৃত মুকুল সরকার, সঞ্জয় দে ও সমীর শর্মাকে শিলিগুড়ি থানার হাতে তুলে দেয় সিআইডি। শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement