River

Dabaikhola river: দাবাইখোলা নদীর তাণ্ডবে ধুয়ে মুছে গেল ঝালঙের পর্যটকপ্রিয় হোম স্টে

বুধবার ভোরে উপছে পড়া দাবাইখোলার নদীর জল ওই হোম স্টে-র তিনটি কটেজের দু’টিই ভাসিয়ে নিয়ে চলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালং শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ২০:২৬
Share:

নিজস্ব চিত্র

Advertisement

প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়। ভারী বর্ষণের জেরে জলস্তর বেড়েছে উত্তরের বেশ কয়েকটি নদীতে। দাবাইখোলা নদীর তাণ্ডবে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল ঝালং লাগোয়া ক্যারেন্টার এলাকার একটি হোম স্টে।
বুধবার ভোরে উপচে পড়া দাবাইখোলার নদীর জল ওই হোম স্টে-র তিনটি কটেজের দু’টিই ভেসে যায়। ক্যারেন্টার এলাকাটি তোদে ও তাংদা-র মাঝে অবস্থিত। গরুবাথান ব্লকের জলঢাকা থানার অন্তর্গত ওই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। স্থানীয় এক বাসিন্দা ওই হোম স্টে তৈরি করেছিলেন। গরুবাথান ব্লকের বিডিও সৌভিক বসু বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত হোম স্টে-র কর্ণধারের সঙ্গে কথা হয়েছে। ওই এলাকায় বহু বাড়িরই ক্ষতি হয়েছে। সবই খতিয়ে দেখা হচ্ছে।’’

জলঢাকা অফবিট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর প্রণয় বরাইলি বলেন, ‘‘এই এলাকায় পর্যটন ব্যবসার বড় ক্ষতি করে দিল বিগত কয়েক দিনের এই বৃষ্টি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement