bear

ভালুকের হামলায় মৃত কিশোর, লুপ্তপ্রায় প্রাণীকে পিটিয়ে মারলেন ডুয়ার্সের চা বাগানের বাসিন্দারা

বুধবার বিকেলে ডুয়ার্সের চা বাগানে ওই ভালুকটিকে পিটিয়ে মেরে ফেলেন উত্তেজিত গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ২০:৫৭
Share:

ভালুকটিকে তাড়া করে বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারেন গ্রামবাসীরা। —নিজস্ব চিত্র।

চা বাগানে ভালুক এসেছে শুনে তা দেখতে ভিড় জমিয়েছিল গ্রামের বাচ্চারা। তবে ভিড়ের মধ্যে বাচ্চাদের উপরে হামলা করে ভালুকটি। হামলায় ঘটনাস্থলেই মারা যায় দশম শ্রেণির এক ছাত্র। বুধবার বিকেলে ডুয়ার্সের চা বাগানে ওই ভালুকটিকে পিটিয়ে মেরে ফেলেন উত্তেজিত গ্রামবাসীরা।

বন দফতর সূত্রে খবর, ডুয়ার্সের মেটলি চা বাগানের ২১ নম্বর সেকশনে একটি লুপ্তপ্রায় হিমালয়ান ব্ল্যাক বিয়ারের হামলায় মৃত্যু হয়েছে বিদেশ খালকো ওরফে ইলিয়াস (১৬)-এর। হামলার পর ওই ভালুকটিকে তাড়া করে বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারেন গ্রামবাসীরা। চা বাগানের এক বাসিন্দা রোহিন মিঞ্জ বলেন, ‘‘শ্রমিকেরা চা বাগানে কাজ করার সময় তাঁদের উপর হামলার চেষ্টা করে ওই ভালুকটি। ভয়ে শ্রমিকেরা সেখান থেকে পালিয়ে যান। তবে চা বাগানে ভালুক এসেছে শুনে গ্রামের বাচ্চারা সেটিকে দেখতে ভিড় করেছিল। ভিড়ের মধ্যে এক স্কুলছাত্রের উপর হামলা করে ভালুকটি। হামলায় সেখানেই মারা যায় ওই স্কুলছাত্র।’’

Advertisement

ঘটনার পর এলাকায় উত্তেজনা রয়েছে বলে জানিয়েছে বন দফতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা। রয়েছে বিশাল পুলিশবাহিনীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement