কালিয়াচক-কাণ্ডে শুনানি শুরু জেলা আদালতে ফাইল চিত্র
মালদহের কালিয়াচকে একই পরিবারের চার জন খুনের মামলায় বৃহস্পতিবার শুনানি শুরু হল জেলা আদালতে। মূল অভিযুক্ত মহম্মদ আসিফকে আদালতে নিয়ে আসা হয়েছিল এ দিন। এই মামলায় আসিফের ভাই মহম্মদ আরিফ মূল অভিযোগকারী। শুনানি চলাকালীন তাঁর গোটা বক্তব্য শোনেন বিচারক। বৃহস্পতিবার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছে শুনানি প্রক্রিয়া।
পুলিশের তরফে এ দিন মোট ৩৩ জন সাক্ষীকে আদালতে তোলা হয়। এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘আরিফের অভিযোগের ভিত্তিতেই যাবতীয় মামলা দায়ের হয়েছে। তদন্ত এগিয়েছে। আজ কী কী প্রমাণ আদালতে পেশ করা হয়েছে, তা প্রকাশ্যে আনা সম্ভব নয়। ওটা গোপনীয় বিষয়। আসিফের কাছ থেকে যে সব ইলেক্ট্রনিক গ্যাজেট পাওয়া গিয়েছিল, সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। এই মামলায় দ্রুত রায় দিতে পারে আদালত।’’ পরবর্তী শুনানি ১১ নভেম্বর।