Darjeeling Municipality

দার্জিলিং পুরসভায় তৃণমূলের সমর্থনে বোর্ড গড়বেন অনিত, দলে হামরো পার্টির ৫ কাউন্সিলর

শীত পড়ার আগেই ‘খেলা’ শুরু হয়ে গেল পাহাড়ে। বৃহস্পতিবার হামরো পার্টি ছেড়ে ৫ জন কাউন্সিলর বিজিপিএমে যোগ দেন। তৃণমূল আগেই অনিতকে সমর্থনের কথা জানিয়ে রেখেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৩:৪৯
Share:

তৃণমূলের সমর্থন নিয়ে পাহাড়ে বোর্ড গড়তে চলেছে অনিত থাপার বিজিপিএম। — ফাইল ছবি।

তৃণমূলের সমর্থন নিয়ে দার্জিলিং পুরসভার দখল নিতে চলেছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। বৃহস্পতিবারই অজয় এডওয়ার্ডের হামরো পার্টি থেকে ৫ জন কাউন্সিলর বিজিপিএমে যোগ দেন। তার পরেই দার্জিলিং পুরসভা দখলের দাবি করে বিজিপিএম। টাকার লোভ দেখিয়ে দল ভাঙার পাল্টা অভিযোগ হামরো পার্টির।

Advertisement

দার্জিলিং পুরসভায় মোট আসন ৩২। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৬টি আসন। শেষ পুরভোটে হামরো পার্টি একাই পেয়েছিল ১৮টি আসন। অনিতের বিজিপিএম ৯টি, তৃণমূল ২টি এবং বিমল গুরুঙের জিজেএম পেয়েছিল ৩টি ওয়ার্ড। কিন্তু শীত পড়ার আগেই ‘খেলা’ শুরু হয়ে গেল পাহাড়ে। বৃহস্পতিবার হামরো পার্টি ছেড়ে ৫ জন কাউন্সিলর বিজিপিএমে যোগ দেন। তৃণমূল আগেই অনিতকে সমর্থনের কথা জানিয়ে রেখেছে। ফলে ইতিমধ্যেই বিজিপিএমের কাউন্সিলর সংখ্যা দাঁড়াচ্ছে ১৪। তৃণমূলের সমর্থন পেলে তা গিয়ে দাঁড়াবে ১৬। অন্য দিকে হামরো পার্টির কমে হবে ১৩।

বিজিপিএমের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই আরও এক কাউন্সিলর হামরো পার্টি ছেড়ে তাঁদের দলে যোগ দেবেন। তখন অনিত ১৭ জন কাউন্সিলরের সমর্থনের জোরে দার্জিলিং পুরসভা দখলের দাবি জানাবেন প্রশাসনের কাছে।

Advertisement

এ দিকে অনিতের বিজিপিএমের বিরুদ্ধে টাকার লোভ দেখিয়ে কাউন্সিলর ভাঙানোর অভিযোগ করেছেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। তিনি ফেসবুকে লিখেছেন, “ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা লক্ষাধিক টাকা-সহ শিলিগুড়িতে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁদের কাউন্সিলরদের। শর্ত, কাউন্সিলরদের হামরো পার্টি ছেড়ে অনিতের দলে যোগ দিতে হবে।” পাশাপাশি অজয় আরও লিখেছেন, “এ ভাবে পুরসভার দখল নিতে চান অনিত। যদিও আমি নিশ্চিত, আমাদের কাউন্সিলররা গরিব হতে পারেন, কিন্তু তাঁরা পাহাড়কে ভালোবাসেন। আমাদের সঙ্গেই উন্নয়নের কাজ করবেন।”

অনিতের বিরুদ্ধে অজয়ের দল ভাঙানোর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজিপিএম। দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, ‘‘হতাশা থেকে অজয় এ সব বলছেন। ওঁর নেতৃত্ব দেওয়ারই ক্ষমতা নেই। তাই কেউ থাকতে চাইছেন না। আমরা কারও দল ভাঙতে যাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement