নিজস্ব চিত্র
বাইকে করে এসে তৃণমূল নেতাকে গুলি করে পালাল দুষ্কতীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা এলাকার উল্কা কালী মন্দিরের কাছে। গুলিতে আহত তৃণমূল নেতার নাম নেপাল চৌধুরী। একসময়ে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন।
রবিবার সন্ধ্যায় উল্কা কালী মন্দিরের কাছে বসে তৃণমূল নেতা নেপাল বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। সেই সময়েই হঠাৎ করে দু’জন বাইকে করে এসে গুলি করে পালায়। পুলিশ ও স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় নেপালকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপালের বাড়ির মালদহের শোভানগর এলাকায়। তবে কে বা কারা তাঁকে গুলি করে পালিয়েছে, তা বিষয়ে পুলিশ এখনও সন্দিহান। পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আপতত মালদহ মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে নেপালের চিকিৎসা চলছে। ঘটনার পর ইংরেজবাজার থানার আইসি মালদহ মেডিক্যাল কলেজে যান।
স্থানীয় সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী নেপালের জমি ও মিষ্টির ব্যবসা ছিল। জমি সংক্রান্ত একটি ঘটনার জেরেই বেশ কিছুদিন জেলে ছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পান।