Malda

Malda: মালদহে বিস্ফোরণের ঘটনায় সংগ্রহ করা হল ফরেন্সিক নমুনা, উঠে এল না নতুন তথ্য

রবিবার দুপুরে ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি বম্ব ডিসপোজাল স্কোয়ার্ড, বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছায় ঘটনাস্থলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ২৩:০৮
Share:

নিজস্ব চিত্র

মালদহ জেলার কালিয়াচকের নয়া গ্রামে বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাঁদের সঙ্গে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সঙ্গে কথাও বলে মালদহ পুলিশ। যদিও বিস্ফোরণের ঘটনায় নতুন কোনও তথ্য উঠে আসেনি। রান্নার সময়েই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে জানাল ওই পরিবার।

রবিবার দুপুরে ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি বম্ব ডিসপোজাল স্কোয়ার্ড, বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছায় ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থলে যান মালদহের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ফরেনসিক বিশেষজ্ঞ মৌসুমী রক্ষিত। মৌসমী বলেন, ‘‘ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা পরেই সব বোঝা যাবে।’’ নমুনা হিসেবে কী কী সংগ্রহ করা হয়েছে, সাংবাদিকেরা তা জানতে চাইলে তিনি বলেন, ‘‘তদন্তের স্বার্থে এটা সম্ভব নয়।’’

Advertisement

জেলার পুলিশ সুপার অমিতাভও বলেন, ‘‘ঘটনাস্থল থেকে যে সব নমুনা সংগ্রহ করা হয়েছে, তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে পরীক্ষার জন্য। পরিবারের সঙ্গে কথা বলেছি আমরা। তারা নতুন কিছু বলেনি। গতকাল (শনিবার) তারা যা জানিয়েছে, আজও একই কথাই বলেছে যে, সিলিন্ডার ফেটে ওই ঘটনা ঘটেছে। দ্রুত ফরেন্সিক রিপোর্ট চলে আসবে আশা করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement