প্রতীকী ছবি।
বাঘে মানুষে লড়াই! খালি হাতেই সেই লড়াই জিতলেন এক মহিলা শ্রমিক। মঙ্গলবার সেই লড়াইয়ের সাক্ষী আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগান।
চা বাগানে শ্রমিকের কাজ করেন ভাতখাওয়ার বাসিন্দা লীলা ওরাঁও। অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও কাজে গিয়েছিলেন তিনি। বাগানের ১৫ নম্বর সেকশনে কাজ করার সময় হঠাৎই একটি লেপার্ড পিছন থেকে আক্রমণ করে তাঁকে। ঘাবড়ে গেলেও হাল ছাড়েননি লীলা। লেপার্ডের সঙ্গে খালি হাতেই টানা ১০ মিনিট লড়াই করেন তিনি। শেষ পর্যন্ত গতিক ভাল নয় বুঝে, রণেভঙ্গ দেয় হিংস্র লেপার্ড। চম্পট দেয় চা বাগান থেকে।
প্রাণে বেঁচে গেলেও লেপার্ডের আক্রমণে জখম হন লীলা। তাঁকে স্থানীয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান অন্যরা। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার খবর এলাকার চাউর হতেই শিউরে উঠছেন সকলে। লেপার্ডের সামনে লীলার সাহসিকতার প্রশংসা করছেন তাঁরা। লতাবাড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্দীপন সরকার যেমন বলে দিলেন, ‘‘মহিলা চা শ্রমিকের এই সাহসকে আমরা কুর্নিশ জানাই। তিনি সুস্থ আছেন।’’