Maldah

Covid-19: মালদহের জেলাশাসক, মালদহ রেঞ্জের ডিআইজি-সহ কোভিডে আক্রান্ত বহু কর্তা

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু , জয়েন্ট বিডিও-সহ অফিসের ১৫ জন কর্মী সংক্রমিত হয়েছেন। প্রত্যেককে বাড়িতেই নিভৃতবাসে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১২:৪৭
Share:

প্রতীকী ছবি।

জেলার প্রশাসনিক কর্তা জেলাশাসক রাজর্ষি মিত্র, দু’জন অতিরিক্ত জেলাশাসক সহ-১১ জন আধিকারিকের করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মালদহ রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়াও আক্রান্ত হলেন। শুধু তাই নয়, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু , জয়েন্ট বিডিও-সহ অফিসের ১৫ জন কর্মী সংক্রমিত হয়েছেন। প্রত্যেককে বাড়িতেই নিভৃতবাসে রাখা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার মালদহ জেলায় নতুন করে আরও ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। এই ঘটনায় জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনা আক্রান্ত দু’জন রোগী ভর্তি রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement