Extra marital Affair

Extra Marital Affair: মেসোশ্বশুর তৃণমূল নেতার সঙ্গে প্রেম! ভিডিয়ো ভাইরাল হতেই তালাক দিলেন স্বামী

গত কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা সাহানাতুল্লার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে মরিফার। বিষয়টি নিয়ে সালিশি সভাও বসেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৯:১৮
Share:

তৃণমূলনেতার সঙ্গে বিবাহিত মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এক বিবাহিতার। সেই নেতা সম্পর্কে ওই মহিলার মেসোশ্বশুর। সম্প্রতি ওই তৃণমূল নেতার সঙ্গে ভিডিয়ো ভাইরাল হতেই মহিলাকে তালাক দিলেন স্বামী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গাদাং ১ নম্বর গ্রামে পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায়।

Advertisement

ভোটপাড়া এলাকার রবিউল ইসলামের সঙ্গে মরিফা খাতুনের বিয়ে হয় ২৫ বছর আগে। তাঁদের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা সাহানাতুল্লার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে মরিফার। বিষয়টি নিয়ে সালিশি সভাও বসেছিল। তখন বিষয়টি মিটমাটও হয়ে যায়।

সম্প্রতি গাড়ির মধ্যে মরিফার সঙ্গে তৃণমূল নেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়ো দেখার পর রবিউল এলাকার বিশিষ্টদের উপস্থিতিতে তালাক দেন তাঁর স্ত্রীকে। যদিও এই তালাকের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন। রবিউল বলেছেন, ‘‘সাহানাতুল্লার সঙ্গে মেলামেশা করত আমার স্ত্রী। সালিশি সভায় মিটমাট হলেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তারা। তাই আমি স্ত্রীকে তালাক দিয়েছি।’’

Advertisement

স্বামীর থেকে তালাক পেয়ে অবশ্য খুশি ওই মহিলা। তৃণমূল নেতার সঙ্গে প্রেমের ব্যাপারে তিনি বলেছেন, ‘‘আমরা দু’বছর আগেই বিয়ে করেছি। প্রথম পক্ষের স্বামীকে আমার ভাল লাগে না। যে হেতু ও তৃণমূল নেতা, তাই ওর বদনাম করতে ভিডিয়ো ভাইরাল করা হয়েছে।’’ এ নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement