elephant

Elephant: খেতে থাকা রাসায়নিক সার খেয়ে হাতির মৃত্যু! রাজগঞ্জের ঘটনা ঘিরে ঘনাচ্ছে রহস্য

বৈকণ্ঠপুর বনবিভাগের অন্তর্গত মহারাজঘাট এলাকার চাষের জমিতে পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৯:৩৪
Share:

খেতে পড়ে হাতির মৃতদেহ। নিজস্ব চিত্র

লাউখেত থেকে দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ির রাজগঞ্জে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাসায়নিক সার খেয়ে হাতির মৃত্যু ঘটেছে। কারণ হাতির দেহের পাশে মিলেছে রাসায়নিক সার বোঝাই ব্যাগ।
রবিবার বৈকণ্ঠপুর বনবিভাগের অন্তর্গত মহারাজঘাট এলাকায় চাষের জমিতে একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পর তাঁরা খবর দেন বন দফতরের বেলাকোবা রেঞ্জ দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন আধিকারিকরা। যান এডিএফও মঞ্জুলা তিরকেও। এডিএফও-র কথায়, ‘‘এটা একটি পূর্ণবয়স্ক পুরুষ দাঁতাল হাতি। তবে কী কারণে মারা গিয়েছে তা জানতে হাতির দেহের ময়নাতদন্ত করা হবে।’’

Advertisement

স্থানীয় বাসিন্দা উত্তম রায়ের কথায়, ‘‘হাতির মৃতদেহের পাশে পড়ে রাসায়নিক সার বোঝাই ব্যাগ পড়েছিল। আমাদের ধারণা ওই সার খেয়েই হাতিটি মারা গিয়েছে।’’ এর আগেও ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু ঘটেছে। গোটা বিষয়টি বন দফতর খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement