প্রতীকী ছবি
‘‘রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীরা তো ফিরল। আমাদের কবে ফেরানো হবে?’’— এখন এই প্রশ্নই ঘুরছে মহারাষ্ট্রের বান্দ্রা থেকে শুরু করে তেলঙ্গানা, ওড়িশা, কেরলে আটকে থাকা মালদহের পরিযায়ী শ্রমিকদের মধ্যে। বান্দ্রায় আটকে থাকা শ্রমিকেরা জানান, স্থানীয় থানার পুলিশ ওই এলাকায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নাম, ঠিকানা, ফোন নম্বর, আধার নম্বর ও অন্যান্য তথ্য নিয়েছে। দু'দিন ধরে তাঁরা থানার সামনে লাইনে দাঁড়িয়ে সে সব তথ্য জমা করেছেন। কিন্তু ফেরা কবে? সেই অপেক্ষায় প্রহর গুনছেন সকলে।
রাজস্থানের কোটা থেকে এ রাজ্যের প্রচুর পড়ুয়াকে বাসে শুক্র ও শনিবার বিভিন্ন জেলায় ফেরানো হয়েছে। সকলের স্বাস্থ্যপরীক্ষা করে ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। ভিন্ রাজ্যে যে সমস্ত শ্রমিকেরা আটকে রয়েছেন, তাঁদের এ রাজ্যে কবে ফেরানো হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বইয়ের বান্দ্রায় আটকে থাকা মোথাবাড়ির শ্রমিক সফফর শেখ বলেন, "এখানে হাজার হাজার শ্রমিক কর্মহীন, কপর্দকশূন্য অবস্থায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছি। আমাদের কবে বাড়িতে ফেরানো হবে?’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ছাড়পত্র দেওয়ার পর থেকেই আমরা রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাচ্ছি না।’’
বান্দ্রা পূর্ব এলাকায় থাকা কালিয়াচক ২ ব্লকের বাবলা গ্রামের বাসিন্দা সুফিয়ান মোমিন বলেন, ‘‘লকডাউনের শুরু থেকে আমরা কর্মহীন। ধার করে, এক বেলা খেয়ে দিন কাটছে। বাড়িতে ফেরানোর জন্য রাজ্য সরকারের কাছে বারবার আর্জি জানিয়েছি।’’
তেলঙ্গানার রামচন্দ্রপুরম থানার তেল্লাপুরে থাকা মালদহের মোজমপুরের মোতাহার শেখ বলেন, ‘‘আমাদের কি আদৌ ফেরানো হবে না?" মালদহ জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছে রাজ্য সরকার।’’
‘‘দক্ষিণ দিনাজপুরের প্রায় ৪০ হাজার বাসিন্দা ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে আটকে রয়েছেন। তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে উদ্যোগী হোক পশ্চিমবঙ্গ সরকার’’— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে সেই আবেদন করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘আমাদের জেলা তথা রাজ্যের হাজার হাজার শ্রমিক অত্যন্ত অসহায় অবস্থায় ভিন্ রাজ্যে আটকে রয়েছেন। তাঁরা বাড়ি ফেরার জন্য বসে রয়েছেন।"
এ নিয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষকে একাধিক বার ফোন করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল বলেন, ‘‘নবান্ন থেকে শ্রমিক ফেরানোর বিষয়টি দেখা হচ্ছে।’’ এ দিকে, ভিন্ রাজ্যে থাকা শ্রমিকদের জন্য সোস্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট রাজ্যগুলির জন্য আলাদা আলাদা হেল্পলাইন নম্বর দিচ্ছে বিজেপি।