প্রতীকী ছবি।
সোমবার মাত্র চার ঘণ্টায় মালদহ জেলায় মদ বিক্রি হল ৪৯ লক্ষ টাকারও বেশি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাতে প্রায় ৭০ শতাংশ টাকার রাজস্ব আদায় হয়েছে। সেই তুলনায় উত্তর দিনাজপুর জেলায় অবশ্য মদ বিক্রি অনেকটাই কম। প্রায় ১০ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরে সেই অঙ্কটা আরও একটু কম, সেখানে ৩ লক্ষ টাকার রাজস্ব আদায় হয় বলে খবর। মঙ্গলবার তিন জেলাতেই আরও বেশি রাজস্ব আদায়ের আশা করছে আবগারি দফতর।
লকডাউন চলাকালীন সোমবার প্রথম তিন জেলায় মদের দোকান খোলা হয়। প্রশাসন জানায়, মালদহে ৬৩টি মদের দোকান রয়েছে। এর মধ্যে সোমবার ৫৩টি দোকান খোলা ছিল। দুপুর ৩টে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেগুলি খোলা ছিল। অতিরিক্ত জেলাশাসক পালদেন শেরপা বলেন, "সোমবার ৩৪ লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে।’’
উত্তর দিনাজপুর জেলায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত ৭০টি মদের দোকানের মধ্যে এ দিন ৫২টি দোকান খোলা ছিল। জেলা আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট তাপসকুমার মাইতি জানান, সাধারণ দিনের থেকে সোমবার জেলায় চার ভাগের একভাগ মদ বিক্রি হয়েছে। আবগারি দফতরের এক আধিকারিকের দাবি, সোমবার মদ বিক্রি বাবদ জেলায় ১০ লক্ষেরও বেশি টাকার রাজস্ব জমা হয়েছে।
আবগারি দফতরের প্রত্যাশামতো বিক্রিবাটা হয়নি দক্ষিণ দিনাজপুেরও। সেই জেলার আবগারি সুপার শুভেন্দু শেখের কথায়, দীর্ঘ ৪০ দিন পরে সরকারি লাইসেন্সের মদের দোকান খুললেও ক্রেতাদের তেমন ভিড় ছিল না। সোমবার বালুরঘাটের চারটি দেশি ও বিদেশি মদের দোকান থেকে মাত্র ৯ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যা লকডাউনের আগে রোজ যে পরিমাণ মদ বিক্রি হত তার অর্ধেকেরও কম, জানানো হয়েছে প্রশাসনের তরফে।