Controversy

‘৬,০০০ টাকার’! রাশিয়ান স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বিদ্রুপের শিকার, কী করলেন ভারতীয় ইউটিউবার

ভারতের পরিচিত ভ্রমণব্লগারদের একজন মিথিলেশ লালচাঁদ যাদব।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৪৩
Share:
Advertisement

রাজস্থানের উদয়পুর। দেশে পর্যটনের অন্যতম সেরা গন্তব্য। সেখানে বেড়াতে গিয়ে হেনস্থার শিকার ভারতীয় ইউটিউবার মিথিলেশ লালচাঁদ যাদব। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মিম আর টেলিভিশনের সস্তার রসিকতা প্রচার। ফল কী হতে পারে, দেখল ভারত। দেখল বিশ্ব। রাশিয়ান স্ত্রীকে দেখে নোংরা আপত্তিকর মন্তব্য এক যুবকের। যা শোনামাত্রই প্রতিবাদ করেন মিথিলেশ।

মিথিলেশ লালচাঁদ যাদব মহারাষ্ট্রের ছেলে। মুম্বইয়ের তোলানি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। ২০১৪ সালে ডিএইচএল নামের একটি জার্মান সংস্থায় চাকরি করতেন। রোজগার হত মাসে ১৩ হাজার ৮০০ টাকা। পরে চাকরি ছেড়ে ২০১৬ সালে শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল। নাম দেন মিথিলেশ ব্যাকপ্যাকার। ২০১৭ সালে পকেটে মাত্র ৪,৫০০ টাকা নিয়ে মালয়েশিয়া ঘুরে ভিডিয়ো করেন মিথিলেশ। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি মিথিলেশকে। এখন ভারতের পরিচিত ভ্রমণব্লগারদের একজন মিথিলেশ। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং, ফিলিপিন্স সব দেশই তাঁর ঘোরা। বর্তমানে মিথিলেশের চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা দশ লক্ষের উপর, তিনি ইউটিউব গোল্ডেন বাটনও পেয়েছেন। ২০২২ সালের ৭ এপ্রিল লিজার সঙ্গে বিয়ে করেন মিথিলেশ। তাঁদের একটি সন্তান রয়েছে, নাম আয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement