Coronavirus

দুই আক্রান্তের মৃত্যু, সুস্থ ৮১

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কাওয়াখালির কোভিড হাসপাতালে মারা যান হলদিবাড়ির বাসিন্দা ২০ বছরের এক যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০৬:৫৭
Share:

প্রতীকী ছবি।

করোনার সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হল শিলিগুড়িতে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত শিলিগুড়ির কোভিড হাসপাতাল এবং একটি নার্সিংহোম তাঁদের মৃত্যু হয়েছে। পাশাপাশি শিলিগুড়ির দু’টি কোভিড হাসপাতাল এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৮১ জন সুস্থ হওয়ায় তাঁদের এ দিন ছুটি দেওয়া হয়।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কাওয়াখালির কোভিড হাসপাতালে মারা যান হলদিবাড়ির বাসিন্দা ২০ বছরের এক যুবক। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে এনে কাওয়াখালি কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এ দিনই প্রধাননগরের একটি নার্সিংহোমে মারা যান শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা ৫২ বছরের এক ব্যক্তি। তিনি সিপিএমের সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা ছিলেন। ২৬ অক্টোবর মাটিগাড়া কোভিড হাসপাতাল থেকে তাঁকে এই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। তাঁর দু’টি ফুসফুসই সংক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসক জানান।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দার্জিলিং জেলায় এ দিন নতুন করে ১৩১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। শিলিগুড়ি পুর এলাকায় নতুন করে আক্রান্ত ৬৮ জন। তার মধ্যে জলপাইগুড়ি জেলার অধীনে থাকা শিলিগুড়ি পুরসভার সংযোজিত এলাকার বাসিন্দা রয়েছেন ২৬ জন। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন ব্লকে এবং দার্জিলিং জেলার পাহাড়ে এ দিন নতুন করে আক্রান্ত ৮৯ জন। তার মধ্যে নকশালবাড়িতে ১৯ জন, মাটিগাড়ায় ১৮ জন আক্রান্ত হয়েছেন। ফাঁসিদেওয়ায় ৬ জন এবং খড়িবাড়িতে ৭ জন আক্রান্ত হয়েছেন। পাহাড়ে কার্শিয়াং শহরে ১০ জন এবং দার্জিলিং শহরে ২ জন আক্রান্ত হয়েছেন। সুখিয়াপোখরিতে ৬ জন, তাকদাতে ৪ জন এবং বিজনবাড়ির পুলবাজারে ১ জন নতুন করে আক্রান্ত বলে এ দিন রিপোর্ট মিলেছে। সুকনায় এ দিন ১৫ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যালে তিনটি আইসোলেশন ওয়ার্ড এবং রেসপিরেটরি ইউনেটসিভ কেয়ার ইউনিটে করোনা সন্দেহে ১৪ জন ভর্তি রয়েছেন। তাঁদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement