Los Angeles Wildfire

কালো ধোঁয়া আর ছাইয়ে ঢেকেছে চরাচর, আগুনে ‘ঘি’ ঢালছে বাতাস! ভয় ধরাবে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ছবি

দাবানলে দাউদাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। পুড়ে ছাই বহু বাড়ি, গাড়ি, দোকান। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১২:১২
Share:
০১ ১৫

দাবানলে দাউদাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। পুড়ে ছাই বহু বাড়ি, গাড়ি, দোকান। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দাবানলে পুড়ে লস অ্যাঞ্জেলেসের বর্তমান অবস্থার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

০২ ১৫

আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস এলাকার চারপাশে যে আগুন লেগেছে, তাতে এখনও পর্যন্ত হাজার দেড়েকের বেশি বাড়ি পুড়ে গিয়েছে বলে খবর। তালিকায় রয়েছে নামীদামি ব্যক্তিত্বদের বাড়িও। প্রাণ বাঁচাতে লক্ষাধিক মানুষ ঘরছাড়া।

Advertisement
০৩ ১৫

মঙ্গলবার বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ। বাদ যাননি রুপোলি পর্দার তারকারাও। কেউ সমাজমাধ্যমে দেখেছেন। কেউ ছোট পর্দা থেকে জানছেন, তাঁদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! হাহাকার করছেন তাবড় হলিউডি তারকারা।

০৪ ১৫

লস অ্যাঞ্জেলেসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা প্যালিসেডস। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, অ্যাডাম ব্রডি, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাঁদের। সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা।

০৫ ১৫

বলি-হলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বাড়ি থেকে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভিডিয়ো পোস্ট করেছেন সমাজমাধ্যমে। বেন অ্যাফ্লেক, টম হ্যাঙ্কস অন্যেরা দাবানলের ভয়াবহতা দেখে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

০৬ ১৫

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেক খ্যাতনামী।

০৭ ১৫

খ্যাতনামী জেমি লি কার্টিস সমাজমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ। কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে, যাঁদের জন্য তিনি এবং তাঁর পরিবার প্রাণে বেঁচেছেন। তাঁর পোস্ট করা একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্যারিস হিলটন পুড়ে যাওয়া বাড়়ির ছবি পোস্ট করে লিখেছেন, “এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।”

০৮ ১৫

লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সংবাদ সংস্থা এএফপির একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস শহর এবং আশপাশের এলাকা। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি।

০৯ ১৫

কালো ধোঁয়া এবং ছাইয়ের আস্তরণ যেন গিলে খেয়েছে সারা শহরকে। মানুষ প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন। শুনশান রাস্তার মধ্যেই টহল দিচ্ছে পুলিশ। জোরালো বাতাস যেন ‘ঘি ঢালছে’ দাবানলে। লস অ্যাঞ্জেলেস শহর জুড়ে এখন শুধুই অসহয়তার ছবি। ঘরবাড়ি এবং স্বজন হারিয়ে হাহাকার করছেন বহু মানুষ।

১০ ১৫

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন যে ভাবে ছড়িয়েছে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। হলিউড তারকাদের পছন্দের একটি রিয়্যাল এস্টেটের একাংশ পুড়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলেসের বহু রাস্তায় গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। স্থানীয়দের রাস্তা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ১৫

লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের প্রধান অ্যান্টনি মাররোন জানিয়েছেন, আগুন যে ভাবে ছড়াচ্ছে তা দেখে তাঁরা বিস্মিত। তবে দাবানলের আগুন নিয়ন্ত্রণ করতে তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানিয়েছেন অ্যান্টনি। তাঁর কথায়, ‘‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তবে এ কথা সত্যি যে, লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত দমকলকর্মী নেই।’’

১২ ১৫

দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে। আমেরিকার একাধিক সংবাদমাধ্যম বর্তমান পরিস্থিতির বিবরণ দিয়ে জানিয়েছে, আগুন নেভাতে দমকল বাহিনীকে এত জল ব্যবহার করতে হচ্ছে যে, বড় নর্দমাগুলিতে প্রায় জল নেই।

১৩ ১৫

উল্লেখ্য, প্যালিসেডসের আগুন বুধবার বিকেল পর্যন্ত প্রায় ১৬ হাজার একরেরও বেশি জায়গা গ্রাস করেছিল। দেড় হাজারের বেশি বাড়ি এবং দোকান পুড়ে গিয়েছে। শহরের উত্তরে আলতাদেনা সংলগ্ন এলাকায় আলাদা করে ১০,৬০০ একর এলাকা আগুনের কবলে পড়েছে। সেই আগুনও ছড়াচ্ছে ধীরে ধীরে। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা নিশ্চিত করে জানিয়েছেন, দাবানলে এখনও পর্যন্ত পাঁচ জন মারা গিয়েছেন। তবে আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

১৪ ১৫

লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে বাড়ি হারানো এক স্থানীয়ের কথায়, ‘‘আমরা কার্যত সব কিছু হারিয়েছি। আগুন আমাদের সমস্ত স্বপ্নকে গ্রাস করেছে।’’ প্যালিসেডসের আগুন কোটি কোটি ডলারের সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। আর সেই কারণেই এই দাবানলকে পৃথিবীর ইতিহাসে অন্যতম বিধ্বংসী দাবানল বলে মনে করা হচ্ছে।

১৫ ১৫

আমেরিকার পশ্চিমে দাবানলের মতো ঘটনা খুব অস্বাভাবিক নয়। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনও এই দাবানলের অন্যতম কারণ হতে পারে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জো বাইডেন সরকারের দিকে আঙুল তুলেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement