Arms

চারটি আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে শহরে ঘুরছে যুবক, বিহার থেকে এসে পাচারের ছক কোচবিহারে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম তপন সরকার। ধৃত যুবক কোচবিহারের চান্দামারি এলাকার বাসিন্দা। তার কাছে মিলেছে চারটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৮:০১
Share:

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। — নিজস্ব চিত্র।

ষষ্ঠীর দিন কোচবিহার শহরের প্রাণকেন্দ্র মিনি বাস স্ট্যান্ড এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মনে করা হচ্ছে, ধৃত যুবক বিহার থেকে কোচবিহারে এসেছিলেন অস্ত্র পাচারের জন্য। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম তপন সরকার। ধৃত যুবক কোচবিহারের চান্দামারি এলাকার বাসিন্দা। তাঁর কাছে মিলেছে দু’টি সেভেন এমএম পিস্তল, একটি রিভলভার এবং একটি ওয়ান শটার। এ ছাড়া পাওয়া গিয়েছে সেভেন এমএম পিস্তলের ছয় রাউন্ড কার্তুজও। এ কথা জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। ওই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্য বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশের অনুমান, ধৃত যুবককে শুধুমাত্র ওই আগ্নেয়াস্ত্র পাচার করার বাহক হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। ওই অস্ত্র কোথায় পাচার করার কথা ছিল, চক্রের সঙ্গে আর কে জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement