South Dinajpur

অর্থলগ্নি সংস্থার প্রতারণার বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেস

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাটে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ-কর্মসূচি ও জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২৩:১১
Share:

বালুরঘাটে কংগ্রেসের বিক্ষোভ— নিজস্ব চিত্র।

সারদা, রোজভ্যালি সহ অন্যান্য বেআইনি অর্থলগ্নি সংস্থায় আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরতের দাবিতে বিক্ষোভ এবং ডেপুটেশন আন্দোলনে নামল কংগ্রেসের।

Advertisement

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাটে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ-কর্মসূচি ও জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। চিটফান্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরতের দাবির পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করে শাস্তির দাবিও তোলেন জেলা কংগ্রেস নেতৃত্ব।

পাশাপাশি, নারদা কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি গ্রহণের দাবিতে এ দিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement