‘ভাঙচুর’ হওয়া গাড়ি। দিনহাটা ২ নম্বর ব্লকের ত্রিমোহনীতে। নিজস্ব চিত্র
কোথাও বিরোধীদের রাস্তায় আটকে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। কোথাও তৃণমূল নেতারা ‘হুঁশিয়ারি’ দিলেন বিরোধীদের। বৃহস্পতিবার, পঞ্চায়েত ভোটের শেষ দিনের মনোনয়নে এমনই ছবি দেখা গেল কোচবিহারে।
অভিযোগ, দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জের কাছে ত্রিমোহনীতে বিজেপির চারটি গাড়িতে হামলা চালায় তৃণমূল। গাড়ি ভাঙচুর করা হয়। ওই গাড়িতে ২৭ জন বিজেপি কর্মী মনোনয়নপত্র জমা দিতে সাহেবগঞ্জ ব্লক অফিসের দিকে যাচ্ছিলেন। বিজেপির অভিযোগ, তাঁরা কেউ শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি। কোচবিহার ১ ব্লক বিডিও অফিসেও ১৪৪ ধারা ভেঙে শাসক দলের কর্মীরা অফিস চত্বরে ঢোকেন বলে অভিযোগ ওঠে। যদিও অভিযোগ পেয়েই পুলিশ পদক্ষেপ করে। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘ব্লক অফিসের আশেপাশে কোনও গন্ডগোল হয়নি। সাহেবগঞ্জে ব্লক অফিস থেকে অনেকটা দূরে একটি ঝামেলা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। নির্দিষ্ট অভিযোগ পেলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকে কোচবিহারে প্রত্যেকটি ব্লক অফিস ও এসডিওর দফতর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। বিরোধীদের আশঙ্কা ছিল, মনোনয়ন জমা দিতে বিরোধীদের প্রার্থীদের বাধা দিতে পারে রাজ্যের শাসক দল।। তা নিয়ে ঝামেলাও হতে পারে। কিন্তু আদতে তা হয়নি। গত শুক্রবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়। প্রথম তিন দিন বিরোধীরাই মনোনয়নপত্র জমা দেন। শাসক দলকে সে ভাবেময়দানে দেখা যায়নি। মনোনয়নের শেষ দু’দিন অবশ্য শাসক দলের লোকেরাই ভিড় করেন ব্লক অফিসগুলিতে। আর শেষ দিনে সাহেবগঞ্জে বিজেপি প্রার্থীদের উপরে হামলার অভিযোগ উঠেছে।
বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘ওই ব্লক থেকে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যোগদান করেছেন। তাঁদেরই ২৭ জন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। তাঁদের উপরে হামলা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি, মারধরও করা হয়।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘‘যখন আমি কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম, সে দিন কাউকে দেখা যায়নি। ফাঁকা মাঠে অনেকেই নিজেকে বাঘ ভাবছেন।’’
তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দাবি করেন, ওই ঘটনা বিজেপির নিজেদের ‘কোন্দল’। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, ‘‘ওই ঘটনা বিজেপির আদি ও নব্যদের লড়াই। তৃণমূলের কোনও যোগ নেই।’’ এ দিন তুফানগঞ্জে গিয়েছিলেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘‘এ বারের পঞ্চায়েত ভোটে সিপিএমের জমানত বাজেয়াপ্ত হবে। আর বিজেপির সঙ্গে আমরা শেষ পাঁচ ওভারে টি-টোয়েন্টি খেলব।’’ কোচবিহার ১ ব্লক অফিসে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেখানে গিয়েছিলেন তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ। তাঁর অবশ্য দাবি, ‘‘অভিযোগ ঠিক নয়।’’