Emergency Door of Flight

প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর বিমানের দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, তার পর?

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। আপৎকালীন দরজা খুলে ফেললেন যুবক। তবে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১০:০১
Share:

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে বিমানের দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। আপৎকালীন দরজা খুলে ফেললেন যুবক। তবে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার বো-তে লোগান বিমানবন্দরের এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা। মঙ্গলবার আমেরিকার ওই বিমানবন্দর থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ‘জেটব্লু’ সংস্থার একটি বিমানের। বিমানটি উড়ে যাওয়ার ঠিক আগে টোরেস নামে ওই যুবকের সঙ্গে তাঁর প্রেমিকার তীব্র বাদানুবাদ শুরু হয়। তার পর হঠাৎই বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাঁকে ধরে ফেলেন।

আমেরিকার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, দাঁড়িয়ে থাকা বিমানে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত যুবককে আটক করে। ওই যুবককে আমেরিকার একটি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে বিমানের এক যাত্রী বলেন, “বিমানে ওঠার পর থেকেই ওই যুবক তাঁর প্রেমিকার সঙ্গে ঝগড়া করছিলেন। হঠাৎই নিজের আসন থেকে উঠে টোরেস বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। পুরো খুলেও ফেলেন। আমরা তাঁকে আটকানোর চেষ্টা করি। তার পর ঘটনাস্থলে পুলিশ চলে আসে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement