Chirantan Chatterjee

চিরন্তন আরও ছ’মাস উপাচার্য

দিন কয়েক ধরেই নতুন উপাচার্য নিয়োগ করা হবে নাকি বিদায়ীকেই ফের ছ’মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জোর আলোচনা চলছিল  বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০৭:৪৩
Share:

চিরন্তন চট্টোপাধ্যায়

ছ’মাসের জন্য মেয়াদবৃদ্ধি করা হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায়ের। শুক্রবার উপাচার্যের চার বছরের মেয়াদের শেষ দিন ছিল। এ দিনই রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর মেয়াদ বৃদ্ধির নির্দেশ জারি করেন। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায়কে ফোনে পাওয়া যায়নি।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “ছ’মাসের জন্য উপাচার্যের মেয়াদ বৃদ্ধি হয়েছে।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, রাজ্যপালের দফতর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ছ’মাস চিরন্তন চট্টোপাধ্যায় দায়িত্বে থাকবেন।

দিন কয়েক ধরেই নতুন উপাচার্য নিয়োগ করা হবে নাকি বিদায়ীকেই ফের ছ’মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জোর আলোচনা চলছিল বিশ্ববিদ্যালয়ে। বিশেষ করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ বৃদ্ধি নিয়ে কিছুদিন আগে বিরোধ বেধেছিল রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে। এ বারে কী হয় তা নিয়ে উৎসাহ তৈরি হয়েছিল। এ দিন অবশ্য সমস্ত জল্পনার অবসান হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের (আইসিএআর) কর্মী চিরন্তন চট্টোপাধ্যায় ডেপুটেশনে ২০১৬ সালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেন। মেয়াদ শেষে তাঁর ফের দিল্লিতে ফিরে যাওয়ার কথা ছিল। চলতি বছরে উপাচার্য একাধিকবার চিঠি দিয়ে তাঁর মেয়াদ শেষের কথা জানান। তিনি কাকে দায়িত্ব তুলে দেবেন সে ব্যাপারেও জানতে চান।

এ দিন অবশ্য বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে সে বিষয়ে নতুন করে আর কোনও প্রশ্ন থাকল না। বিশ্ববিদ্যালয়ের অন্দরের খবর, রাজ্যপাল ও রাজ্য সরকার দু’পক্ষের সঙ্গেই বর্তমান উপাচার্যের সম্পর্ক ভাল। দু’-এক বার কিছু বিতর্ক তৈরি হলেও দ্রুত ওই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। সে জন্য জটিলতা আর বাড়েনি। তাই তাঁর মেয়াদবৃদ্ধি নিয়ে কোনও বিতর্ক হবে না এটাই ধরে নিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement