BSF

সার্ভিস রিভলভার দিয়ে বুকে চারটি গুলি, দক্ষিণ দিনাজপুরে নিজেকে শেষ করলেন বিএসএফ জওয়ান

দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি ব্লকের চকগোপাল বর্ডার আউট পোস্টে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। মৃতের নাম ওমপ্রকাশ মিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বুনিয়াদপুর (দক্ষিণ দিনাজপুর) শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১২
Share:

—প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি ব্লকের চকগোপাল বর্ডার আউট পোস্টে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। মৃতের নাম ওমপ্রকাশ মিনা। তিনি রাজস্থানের বাসিন্দা। ওমপ্রকাশ ইন্সপেক্টর পদে ছিলেন। বিএসএফ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় নিজের ঘরে নিজেরই সার্ভিস রিভলভার থেকে বুকে পর পর চারটি গুলি চালান ওই জওয়ান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিএসএফ আধিকারিকেরা অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৩৭ বিএসএফ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ওমপ্রকাশ। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে ধন্দে বিএসএফ কর্তারা। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement