Argentina Fans

ব্রাজিল-হারের মন খারাপ কাটাতে ভরসা মেসি

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ব্রাজ়িলের সমর্থক। প্রিয় দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কিছুটা হতাশ।

Advertisement

নীতেশ বর্মণ

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ০৯:৫৫
Share:

মেসির সমর্থক। — ফাইল চিত্র।

বিশ্বকাপে ‘স্বজনহারা’ এক দল। আর এক দল এখনও মেসি-স্বপ্নে মশগুল। সে স্বপ্নের সঙ্গী এখন স্বজনহারাদের অনেকেই।

Advertisement

প্রিয় দল হেরে গিয়েছে ক্রোয়েশিয়ার কাছে। তাই মুখভার ব্রাজিল-প্রিয় বাঙালির। শুক্রবারের রাত তাঁদের কাছে বিষাদের রাত। কেউ ক্রোয়েশিয়ার গোল পোস্টে নেমারের ব্যর্থ শটগুলির কথা বার বার মনে করাচ্ছেন। কেউ আর্জেন্টিনার জয়ে কিছুটা বিষাদ ভুলেছেন। কেউ জানাচ্ছেন, প্রিয় দল ব্রাজিল হলেও, প্রিয় ফুটবলার লিয়োনেল মেসি! তাই এ বার মেসির জন্যই রাত জাগবেন তাঁরা। মেসি-মন্ত্রে নতুন আশা! উত্তরবঙ্গের তৃণমূল নেতা কানাইয়ালাল আগরওয়াল থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বাম নেতা অশোক ভট্টাচার্য কিংবা কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তদের এখন ‘ভরসা’ তাই মেসির আর্জেন্টিনা।

ব্রাজিল হারায় শিলিগুড়ি মেয়র গৌতম দেব কিংবা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এখন ফ্রান্সের দিকে তাকিয়ে। উদয়ন বলেন, ‘‘ব্রাজিলের সমর্থক ছিলাম। তাঁরা পারেনি। এ বার ফ্রান্সের খেলা ভাল লেগেছে। কিলিয়ান এমবাপে দারুণ খেলছে। আশা করছি, ফ্রান্সের হাতেই বিশ্বকাপটা উঠবে।’’ গৌতম অবশ্য ফ্রান্স না হলে আর্জেন্টিনা বিশ্বকাপ পেলেও চলবে বলে জানালেন। তিনি জানালেন, তাঁর ছেলে আর্জেন্টিনার ভক্ত। মেয়ে বিশ্বকাপে ইংলন্ডের সমর্থক। ব্রাজ়িল হেরে যাওয়ায় ছেলেমেয়েরা তাঁকে সান্ত্বনা দিয়েছেন বলে জানালেন। গৌতম বলেন, ‘‘ক্রোয়েশিয়াও ভাল লড়াই করেছে। একটু খারাপ তো লাগছেই। কী আর করা যাবে! এখন আর্জেন্টিনা এবং ফ্রান্সকে সমর্থন জানাচ্ছি।’’

Advertisement

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বললেন, ‘‘ব্রাজিল এ ভাবে হারাটা ভাবতে পারছি না। নেমারের জন্য খুব খারাপ লাগছে। তবে ভরসা এখন আর্জেন্টিনার মেসি। দেখা যাক, মেসি কতটা চমক দেয়।’’ তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়ালবললেন, ‘‘কাজ সেরে শুক্রবার ব্রাজিলের খেলা দেখলাম। আসলে ব্রাজিল শুরু থেকে একের পরে এক আক্রমণ করতে থাকলেও, গোল পেল না নেমাররা। কত মিস! খারাপ লাগছে। তবে পরের ম্যাচে আর্জেন্টিনার জয় ভাল লেগেছে। মন খারাপ পুষিয়ে দিয়েছে মেসিরা।’’

তাঁর দলের সমর্থন ভারী হচ্ছে দেখে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আলি ইমরান রমজ (ভিক্টর) বেশ খুশি। বললেন, ‘‘ছাত্রজীবন থেকে আর্জেন্টিনার ভক্ত। মেসি এ বার চমকে দেবে। তবে ব্রাজিলের জন্য খারাপ লাগছে।’’ ব্রাজিলের কঠোর সমর্থকশিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘তারকাকেন্দ্রিক দলগুলিইতো হারছে। এক জনের উপরে ভরসা ঠিক নয়। এখন তো আর্জেন্টিনাই ভরসা।’’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ব্রাজ়িলের সমর্থক। প্রিয় দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় কিছুটা হতাশ। সুকান্ত বললেন, ‘‘খারাপ লাগা তো স্বাভাবিক! তবে খেলায় হার-জি়ত তো থাকবেই। এখন ব্রাজিলের সমর্থকরা সবাই আর্জেন্টিনার জন্য গলা ফাটাবেন।’’ তবে আর এক ব্রাজিল ভক্তপ্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আবার নতুন করে কোনও দলের সমর্থনে নারাজ। তাঁর দাবি, অঘটন ঘটেছে। তিনি বললেন, ‘‘ভাল খেলেও ব্রাজিল হেরেছে। এখন আর আগে থেকে অন্য দলকে আলাদা করে সমর্থন করব না। যারা ভাল খেলবে, তাদেরইসমর্থন করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement