—ফাইল চিত্র।
শিলিগুড়ির মাটিগাড়ার স্কুলছাত্রী খুনের ঘটনায় এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে তারা। নাবালিকা খুনে মূল অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে রেখেছে। অনীতের দলের দাবি, এই ঘটনায় বিশেষ আদালত গঠন করে আগামী ছ’মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করা হোক।
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তি প্রসাদ শর্মা বলেন, ‘‘জেলাশাসক মারফত আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেছি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। কারণ, কোর্ট কেস বছরের পর বছর চলে। বেশির ভাগ সময়ে আমরা দেখেছি, এতটাই সময় লাগে যে, বিচার পাওয়া আর না পাওয়ার মধ্যে কোন তফাত থাকে ন। পরিবার মানসিক ভাবে ভেঙে পড়ে। সেই কারণেই আইনজীবীদের সঙ্গে কথা বলে এই উদ্যোগ আমরা নিয়েছি। স্পেশাল কেস হিসেবে এই ঘটনাটি যেন গুরুত্ব পায়, সেই কারণেই স্পেশাল কোর্টের আবেদন জানিয়ে আমরা চিঠি দিয়েছি।’’
অন্য দিকে, দার্জিলিং জেলার (পাহাড়) বিজেপি সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, ‘‘আমার মনে হয় না রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এর জন্য বিশেষ কোনও গুরুত্ব দেবে। এই ধরনের ঘটনা এখন হামেশাই ঘটছে। এ ছাড়াও ভোটের সময় কী ভবে হিংসা ছড়িয়েছে, সেটাও আমরা দেখেছি। তার কি বিচার হয়েছে এখনও? এটাই তৃণমূলের নীতি। আর ওদের আশীর্বাদেই অনীতরা পাহাড়ে বেঁচে রয়েছে।’’