তদন্ত শুরু করেছে পুলিশ নিজস্ব চিত্র।
জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরের প্রযুক্তি বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার শুভময় চক্রবর্তীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল। অ্যাসিড হামলায় গুরুতর আহত তিনি। পুলিশের দারস্থ হয়েছেন তিনি।
শুভময়ের বাড়ি জলপাইগুড়ির মোহিতনগর এলাকার। তাঁর অভিযোগ, সোমবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে আনন্দচন্দ্র কলেজের সামনে পিছন থেকে তাঁর উপর অ্যাসিড হামলা হয়। তাঁর শরীরের বেশ কিছু জায়গা পুড়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে ওই অবস্থাতেই প্রথমে বাড়িতে যান তিনি। পরিবারের লোকেরা তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্তের শ্বশুর পুলক বক্সী বলেন, ‘‘সোমবার সন্ধ্যায় শুভময়ের উপর হামলা হয়। রাতেই আমরা ওকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক ছ’দিনের ওষুধ দিয়েছেন। শহরের বুকে এই ধরনের ঘটনা এই প্রথম। আগে এ ভাবে অ্যাসিড হামলা হয়নি।’’
আহত শুভময় চক্রবর্তী নিজস্ব চিত্র
শুভময় বলেন, ‘‘সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ আনন্দচন্দ্র কলেজের সামনে কিছু একটা ছোঁড়া হয় আমার পিঠে। প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। স্থানীয় চিকিৎসক বলেন কার্বলিক অ্যাসিড ছোঁড়া হয়েছে। তার পর আমি জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসি। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের ধরা উচিত। না হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। আমি থানায় অভিযোগ জানিয়েছি।’’
এই প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগকারী কাউকে দেখতে পাননি। তাই দেরি হচ্ছে। পুলিশ তদন্ত করছে।’’