কোচবিহারে নতুন স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন। নিজস্ব চিত্র।
কোচবিহার পুরো এলাকায় নাগরিকদের জন্য পরিষেবার আরও উন্নত করতে স্থায়ী ভাবে নতুন একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল বুধবার। জেলা স্বাস্থ্য দফতর এবং পুরসভার উদ্যোগে শহরের ৪ নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে উঠেছে। খরচ হয়েছে প্রায় ৮০ লাখ টাকা।
এত দিন শহরের ৩ নাম্বার ওয়ার্ডের একটি ক্লাবঘর ভাড়া নিয়ে স্বাস্থ্য পরিসেবার কাজ চলছিল। নতুন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্যাথলজি টেস্ট হবে। এর ফলে পুরসভার নাগরিকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন কোচবিহারের পুরসভার প্রশাসক ভূষণ সিংহ। তিনি জানিয়েছেন, আগামী দিনে চেষ্টা করা হবে এখানে প্রসূতি বিভাগ চালু করার।
নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধনে ভূষণ ছাড়াও উপস্থিত ছিলেন প্রসাশক আমিনা আহমেদ, সহকারি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌরভ শীল, পুরসভার স্বাস্থ্য নোডাল অফিসার ঝুমুর রায়।