এর আগেও রায়গঞ্জ হাসপাতাল থেকে পালিয়েছে বিচারাধীন বন্দি। আবার একই ঘটনা ঘটল ওই হাসপাতালেই! গ্রাফিক: শৌভিক দেবনাথ।
তীব্র পেটে ব্যথা করছে বলে হাসপাতালে যেতে চেয়েছিলেন। অবস্থা দেখে গত ১৬ মার্চ রোশনকুমার শাহ নামে ওই জেলবন্দিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন সংশোধনাগার কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালের ফলস্ সিলিং ভেঙে পালালেন ওই বন্দি। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। পলাতক বন্দির খোঁজে তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মাদক পাচার সংক্রান্ত মামলায় বিচারাধীন ছিলেন রোশন। মঙ্গলবার শৌচাগারে যাওয়ার নাম করে ফলস্ সিলিং ভেঙে পালিয়ে যান তিনি।
যদিও এটাই প্রথম নয়। এর আগেও রায়গঞ্জ সংশোধনাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছে। তা নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বারের বন্দি পালানোর ঘটনা প্রসঙ্গে হাসপাতালে আসা এক রোগীর আত্মীয়া কনিকা রায় বলেন, ‘‘আমরা দেখছি অনেক পুলিশ এসেছে। ছোটছুটি করছে। শুনলাম নাকি এক কয়েদি পালিয়েছে।’’
এ নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার বলেন, ‘‘রায়গঞ্জ মেডিক্যালের প্রিজ়নার্স সেল থেকে একজন কয়েদি পালিয়েছে বলে রিপোর্ট পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’