Civic volunteer death

সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে! আত্মহত্যা না কি খুন, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম বিজয় সিংহ (৩৭)। তাঁর বাড়ি গঙ্গারামপুরের সাহাপাড়া এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:০৯
Share:

সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। —প্রতীকী চিত্র।

গলায় ফাঁস লাগানো অবস্থায় এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। শনিবার সকালে গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকা থেকে উদ্ধার হয় দেহ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সিভিক ভলান্টিয়ার আত্মহত্যা করেছেন না কি তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম বিজয় সিংহ (৩৭)। তাঁর বাড়ি গঙ্গারামপুরের সাহাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ডাকবাংলো পাড়ার এক বাসিন্দা একটি ফাঁকা ঘরের সামনে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনিই খবর দেন পাড়া-প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশেও।

স্থানীয়দের অনুমান, মানসিক চাপেই আত্মহত্যা করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। যদিও তিনি সত্যিই আত্মহত্যা করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। জানার চেষ্টা চলছে, বিজয় মানসিক অবসাদগ্রস্ত ছিলেন কি না। তিনি যে থানায় কর্মরত ছিলেন, সেখানকার পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। মানসিক অবসাদ নিয়ে তাঁদের কখনও কিছু বলেছেন কি না, তা-ও জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement