Sanju Samson

ঘরোয়া ক্রিকেটে খেলতে চান ‘বিশৃঙ্খল’ সঞ্জু, কেরল তাঁকে নেবে কি?

কিছু দিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে পর পর শতরান করেছেন। কিন্তু তাঁর জায়গা হচ্ছে না রাজ্য দলে! নিজে যদিও খেলার জন্য তৈরি সঞ্জু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫
Share:

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফি চলছে। ভারতের ঘরোয়া ক্রিকেটের এক দিনের প্রতিযোগিতা। কিন্তু সেখানে খেলতে দেখা যাচ্ছে না সঞ্জু স্যামসনকে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। কিছু দিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে পর পর শতরান করেছেন। কিন্তু তাঁর জায়গা হচ্ছে না রাজ্য দলে! নিজে যদিও খেলার জন্য তৈরি সঞ্জু।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) কেরলকে নেতৃত্ব দিয়েছেন সঞ্জু। কিন্তু ৫০ ওভারের প্রতিযোগিতায় তাঁর নাম বাদ দিয়ে দেয় কেরল ক্রিকেট সংস্থা। ১৫ জনের দলে নাম ছিল না ভারতীয় ক্রিকেটারের। যা চমকে দেয় ভারতীয় ক্রিকেট মহলকে। সঞ্জু দলের প্রস্তুতি শিবিরে যোগ দেননি। সেই বিশৃঙ্খলার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়ে দেন কেরল ক্রিকেট সংস্থার সচিব বিনোদ এস কুমার। এখন অবশ্য সঞ্জু জানিয়েছেন যে, তিনি খেলার জন্য তৈরি।

বিনোদ বলেন, “সঞ্জু দু’দিন আগে জানিয়েছে যে, সে খেলার জন্য তৈরি। তবে তাঁকে দলে নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। হায়দরাবাদে এখনও দলের অনেক ম্যাচ বাকি। সবে দুটো ম্যাচ খেলা হয়েছে।” এর আগে তিনিই বলেছিলেন, “সঞ্জু আমাদের জানিয়েছে যে, ও প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবে না। ওয়েনাড়ে একটা প্রস্তুতি শিবির হবে। সেখানে যারা যোগ দেবে, তাদের মধ্যে থেকে দল বেছে নেওয়া হবে। সঞ্জুর সঙ্গে আর কোনও রকম কথা হয়নি।”

Advertisement

সঞ্জুর মতো আন্তর্জাতিক ক্রিকেটার দলে যোগ দিলে নিঃসন্দেহে কেরল আরও শক্তিশালী হবে। কিন্তু প্রস্তুতি শিবিরে যোগ না দেওয়া ক্রিকেটারকে আদৌ দলে নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনও নিতে পারেনি কেরল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement