উদ্ধার হাতির দাঁত। — নিজস্ব চিত্র।
তিন কিলোগ্রাম ওজনের একটি হাতির দাঁত-সহ এক পাচারকারীকে গ্রেফতার করলেন জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা। শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে।
বেলাকোবা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে অভিযান চালান বন দফতরের আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক থেকে একটি বস্তা নিয়ে নামেন দু’জন। তাঁদের দেখে এগিয়ে যান বন দফতরের আধিকারিকরা। বিপদ বুঝে এই সময় এক জন পালিয়ে যান। তবে অন্য জনকে বস্তা-সহ ধরে ফেলেন বনকর্মীরা। বস্তায় তল্লাশি করতেই বেরিয়ে আসে হাতির দাঁত।
বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মণিকান্ত গোয়ালা। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। বন দফতরের মতে, হাতির দাঁতটি প্রায় ৩ ফুট লম্বা। সেটার ওজন ৩ কিলোগ্রাম। সেটার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। বন দফতর সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন, ওই দাঁতটি আনা হয়েছিল অসম থেকে। সেটা বিক্রি করাই উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন ধৃত।